Ajker Patrika

সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২: ১৭
Thumbnail image

এবার এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ হারানোর পর সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাফর আলম পদত্যাগ করেছেন।

একই সঙ্গে ব্যাংকটির দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবিবুর রহমান ও খোরশেদ আলমও পদত্যাগ করেছেন।

আজ বুধবার ব্যাংকটির এই তিন কর্মকর্তা পদত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে পদত্যাগ করা এমডি জাফর আলম বলেন, ‘আমি একটু অসুস্থ, চলমান প্রেক্ষাপটও ভালো না। মেয়াদও বেশি দিন নেই, আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তাই পদত্যাগ করেছি।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক এসআইবিএলের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে, আশা করছি তারা ভালো কাজ করবে।’

ঋণ বিতরণের অনিয়মের বিষয়ে জানতে চাইলে জাফর আলম বলেন, নিজে থেকে কোনো ঋণ অনুমোদন করেননি; যেসব ঋণ অনুমোদন করা হয়েছে, সেগুলো পরিচালনা পর্ষদ করেছে। এই দায় তাঁর নয়। এস আলম গ্রুপের কোনো ঋণের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত