Ajker Patrika

দেশের স্বার্থে হরতাল-অবরোধ চান না ব‍্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১: ৪১
দেশের স্বার্থে হরতাল-অবরোধ চান না ব‍্যবসায়ীরা

অর্থনীতি, দেশ ও জাতির স্বার্থে কোনো হরতাল-অবরোধ চান না ব‍্যবসায়ীরা। তাঁরা বলছেন, আমরা ব্যবসা করতে চাই, হরতাল-অবরোধ চাই না। হরতাল-অবরোধ হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১ প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০২০-২১ অর্থবছরের সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ ২৮টি পণ্য ক্যাটাগরিতে ৭৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেন। এবার সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি প্রদান করা হয়।

বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর না করে রপ্তানির জন্য পণ্যের বহুমুখীকরণ করতে হবে। এটি করা গেলে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। তিনি বলেন, শুধু রেডিমেড গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করা যাবে না। রপ্তানিযোগ্য আরও অনেক পণ্য আছে। যত বেশি পণ্য রপ্তানিতে অন্তর্ভুক্ত করা হবে, তত বেশি রপ্তানি করা যাবে। সার্বিক বাণিজ্যের কলেবর ততই বাড়বে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ সমৃদ্ধি লাভ করবে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমরা ব্যবসায়ীরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই, হরতাল-অবরোধ চাই না। সবার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই।’

মাহবুবুল আলম বলেন, হরতাল-অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭-১৮ হাজার টাকার গাড়ি ভাড়া এখন ৩২ থেকে ৩৪ হাজার টাকা হয়েছে। এই খরচটি কারখানার ওপর আসছে। কারখানার ওপর মানে একজন উদ্যোক্তার ওপর আসছে। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। হরতাল-অবরোধের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সরে আসতে হবে। আগুন-ভাঙচুরের সময় বিদেশিরা বিনিয়োগ করবে না। তারা নতুন করে অর্ডার দেবে না।

অনুষ্ঠানে রপ্তানি ট্রফি অর্জনকারী প্রতিষ্ঠানের অন্যতম হলো রিফাত গার্মেন্টস, স্নোটেক্স আউটওয়্যার, ফ্লামিংগো ফ্যাশনস, বাদশা টেক্সটাইলস, হা-মীম ডেনিম, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, নোমান টেরিটাওয়েল মিলস, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স, আকিজ জুট মিলস, পিকার্ড বাংলাদেশ, বে ফুটওয়্যার, ইনডিগো করপোরেশন, প্রাণ ডেইরি লি., মেসার্স রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, ডিউরেবল প্লাস্টিক, বেঙ্গল প্লাস্টিক, শাইনপুকুর সিরামিকস, মেসার্স মেঘনা বাংলাদেশ, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, মেরিন সেফটি সিস্টেম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সার্ভিস ইঞ্জিন, ইউনিভার্সেল জিনস, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট, মনট্রিমস, মেসার্স এন আর ট্রেড ইন্টারন্যাশনাল, মীর টেলিকম ও পাইওনিয়ার নিটওয়ার্স (বিডি) ইত্যাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত