কোটাবিরোধী আন্দোলনের রেশ এখন অর্থনীতিতে। ইন্টারনেট স্বাভাবিক হয়নি। বন্দরে রপ্তানি পণ্যবাহী কনটেইনারের দীর্ঘ লাইন। কারফিউর কারণে যানবাহন ও পণ্য পরিবহনে স্বাভাবিক অবস্থা ফেরেনি। সংঘাতময়, অস্থিতিশীল ও আতঙ্কের খবর বিশ্বময়। এমন পরিস্থিতিতে রপ্তানি পণ্যের বাজার আর বিনিয়োগ নিয়ে ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। আর ইমেজ সংকটের বিষয়টিও সামনে চলে আসছে।
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে ক্রয়াদেশ বাতিল না করতে অনুরোধ করলেও আশঙ্কা কাটছে না তাদের। রপ্তানি বাজার ও বিনিয়োগে আস্থা ফেরাতে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে তারা।
সরকারের ভেতরেও বিষয়টি নিয়ে উদ্বেগ কাজ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ইমেজ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। এ জন্য তিনি ব্যবসায়ীদের সরকারের পাশে থাকার কথা বলেছেন।
ওই বৈঠকে ফরেন চেম্বারের পক্ষ থেকে চলমান কোটাবিরোধী আন্দোলনে অন্তত ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআইয়ের (ফিকি) প্রেসিডেন্ট ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। ওই সময় তিনি বলেন, এফএমসিজির (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) সরবরাহব্যবস্থা এবং পরিচালন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। ফলে ওই সময়ে ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি।
আর্থিক প্রভাবের বাইরে দেশ যে ভাবমূর্তির সংকটের মুখে পড়েছে, তা পরিমাপ করা যায় না বলেও মন্তব্য করেন জাভেদ আখতার। লিখিত বক্তব্যে ফিকির সভাপতি বলেন, এ ঘটনা বাংলাদেশের উন্নয়নযাত্রাকে অন্তত ১০ বছর পিছিয়ে দিয়েছে।
বর্তমানে এসব ক্ষতির অঙ্ক কষছেন পোশাক খাতসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা। বিজিএমইএর পক্ষ থেকে এর আগেই দিনে ১ হাজার ৬০০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছিল। এ ছাড়া অন্য খাতের ক্ষতির অঙ্কও ছোট নয়। তবে সব ক্ষতির হিসাব করে তারা শিগগির সরকারের কাছে একটি আনুমানিক হিসাব জমা দেবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, অর্থনীতির বিভিন্ন খাতে ক্ষতির হিসাব আসছে। বিজিএমইএ এবং বিকেএমইএ এরই মধ্যে তাদের ক্ষতির কথা জানিয়েছে। এ ছাড়া অন্যদেরও কার কত ক্ষতি হয়েছে, এটা নিয়ে তারা সবাই কাজ করছে। ক্ষতির হিসাব করে শিগগির তা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেবে।
এদিকে ইমেজ সংকটের রেশও ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। পরিস্থিতি সামাল দিতে পোশাকশিল্পের মালিকেরা এক দিন আগে বিজিএমইএ কার্যালয়ে সব বিদেশি ক্রেতাদের ডেকে পরিস্থিতি তুলে ধরে তাদের সহায়তা চেয়েছেন। ওই বৈঠকে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় ক্রেতা এইচঅ্যান্ডএম, মার্ক অ্যান্ড স্প্যান্সারসহ বিভিন্ন ব্র্যান্ডের ক্রেতারা ইন্টারনেট বন্ধ থাকা ও চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য জাহাজীকরণে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ ব্যাপারে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বৈশ্বিক ক্রেতারা উদ্বেগে আছে। যদিও তারা বলছে, যেসব অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করবে না। তা কতটা রাখবে—এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, তারা মুখে বলে এক, করে আরেক। তারপরও যদি ধরে নিই, তারা পণ্যগুলো নেবে, তবে ঝুঁকি তৈরি হবে পরের অর্ডারে। পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে সামনের অর্ডার ক্রেতারা না-ও দিতে পারে।’
বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট কাজী ইফতেখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের পরিস্থিতি যখন খারাপ থাকে, তখন তো ক্রেতারা ইতিবাচক থাকে না। এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আমরাও উদ্বেগ–উৎকণ্ঠায় আছি। এখন উচিত হলো, দ্রুত যোগাযোগব্যবস্থা পুনরায় স্থাপন করা, মানুষকে বুঝতে দেওয়া, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।’
কোটাবিরোধী আন্দোলনের রেশ এখন অর্থনীতিতে। ইন্টারনেট স্বাভাবিক হয়নি। বন্দরে রপ্তানি পণ্যবাহী কনটেইনারের দীর্ঘ লাইন। কারফিউর কারণে যানবাহন ও পণ্য পরিবহনে স্বাভাবিক অবস্থা ফেরেনি। সংঘাতময়, অস্থিতিশীল ও আতঙ্কের খবর বিশ্বময়। এমন পরিস্থিতিতে রপ্তানি পণ্যের বাজার আর বিনিয়োগ নিয়ে ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। আর ইমেজ সংকটের বিষয়টিও সামনে চলে আসছে।
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে ক্রয়াদেশ বাতিল না করতে অনুরোধ করলেও আশঙ্কা কাটছে না তাদের। রপ্তানি বাজার ও বিনিয়োগে আস্থা ফেরাতে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে তারা।
সরকারের ভেতরেও বিষয়টি নিয়ে উদ্বেগ কাজ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ইমেজ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। এ জন্য তিনি ব্যবসায়ীদের সরকারের পাশে থাকার কথা বলেছেন।
ওই বৈঠকে ফরেন চেম্বারের পক্ষ থেকে চলমান কোটাবিরোধী আন্দোলনে অন্তত ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআইয়ের (ফিকি) প্রেসিডেন্ট ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। ওই সময় তিনি বলেন, এফএমসিজির (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) সরবরাহব্যবস্থা এবং পরিচালন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। ফলে ওই সময়ে ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি।
আর্থিক প্রভাবের বাইরে দেশ যে ভাবমূর্তির সংকটের মুখে পড়েছে, তা পরিমাপ করা যায় না বলেও মন্তব্য করেন জাভেদ আখতার। লিখিত বক্তব্যে ফিকির সভাপতি বলেন, এ ঘটনা বাংলাদেশের উন্নয়নযাত্রাকে অন্তত ১০ বছর পিছিয়ে দিয়েছে।
বর্তমানে এসব ক্ষতির অঙ্ক কষছেন পোশাক খাতসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা। বিজিএমইএর পক্ষ থেকে এর আগেই দিনে ১ হাজার ৬০০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছিল। এ ছাড়া অন্য খাতের ক্ষতির অঙ্কও ছোট নয়। তবে সব ক্ষতির হিসাব করে তারা শিগগির সরকারের কাছে একটি আনুমানিক হিসাব জমা দেবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, অর্থনীতির বিভিন্ন খাতে ক্ষতির হিসাব আসছে। বিজিএমইএ এবং বিকেএমইএ এরই মধ্যে তাদের ক্ষতির কথা জানিয়েছে। এ ছাড়া অন্যদেরও কার কত ক্ষতি হয়েছে, এটা নিয়ে তারা সবাই কাজ করছে। ক্ষতির হিসাব করে শিগগির তা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেবে।
এদিকে ইমেজ সংকটের রেশও ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। পরিস্থিতি সামাল দিতে পোশাকশিল্পের মালিকেরা এক দিন আগে বিজিএমইএ কার্যালয়ে সব বিদেশি ক্রেতাদের ডেকে পরিস্থিতি তুলে ধরে তাদের সহায়তা চেয়েছেন। ওই বৈঠকে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় ক্রেতা এইচঅ্যান্ডএম, মার্ক অ্যান্ড স্প্যান্সারসহ বিভিন্ন ব্র্যান্ডের ক্রেতারা ইন্টারনেট বন্ধ থাকা ও চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য জাহাজীকরণে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ ব্যাপারে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বৈশ্বিক ক্রেতারা উদ্বেগে আছে। যদিও তারা বলছে, যেসব অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করবে না। তা কতটা রাখবে—এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, তারা মুখে বলে এক, করে আরেক। তারপরও যদি ধরে নিই, তারা পণ্যগুলো নেবে, তবে ঝুঁকি তৈরি হবে পরের অর্ডারে। পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে সামনের অর্ডার ক্রেতারা না-ও দিতে পারে।’
বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট কাজী ইফতেখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের পরিস্থিতি যখন খারাপ থাকে, তখন তো ক্রেতারা ইতিবাচক থাকে না। এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আমরাও উদ্বেগ–উৎকণ্ঠায় আছি। এখন উচিত হলো, দ্রুত যোগাযোগব্যবস্থা পুনরায় স্থাপন করা, মানুষকে বুঝতে দেওয়া, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।’
জীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
১৭ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় রপ্তানি...
১৯ ঘণ্টা আগেবাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।
১ দিন আগে