সিলেট প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের কৃতিত্ব নিয়ে র্যাব-পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেরা উদ্ধার করেছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে পুলিশ বলছে, তারাই ওই দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার কদমতলী থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই কিশোরী গোলাপগঞ্জের এক মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া এলাকায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে গতকাল রাতে তাদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে মেয়েরা পড়ালেখা করতে আগ্রহী না। তাদের পড়ালেখা করতে ভালো লাগে না। সে জন্য তারা অন্য একজন নারীর মাধ্যমে ঢাকায় গার্মেন্টসে কাজ করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ওই নারী তাদের অভিভাবককে ফোন দিয়ে জানান যে তাঁদের মেয়েদের নেওয়ার জন্য। তখন আমরা তাদের অভিভাবকসহ সেখানে গিয়ে তাদের উদ্ধার করি। এ সময় র্যাবও চলে আসে। তখন র্যাব জানায় যে তারা সারা দিন ধরে তাদের (নিখোঁজ মাদ্রাসাছাত্রী) ধরতে অভিযান চালাচ্ছে। সে জন্য তারা তাদের নিয়ে যায় এবং রাতেই থানায় তাদের হস্তান্তর করেছে।’
র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছেও তাদের পরিবার অভিযোগ জানিয়েছিল। আমরা দিনভর তাদের উদ্ধারে অভিযান চালিয়েছি। পরে রাতে কদমতলী থেকে তাদের উদ্ধার করি। এখানে তো এ রকম হওয়ার কথা না। আমরাই তাদের উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসছি এবং রাতেই তাদের থানায় হস্তান্তর করেছি।’
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন বলেন, ‘আসলে এটা তো ঠিক না। আমার অফিসাররা গিয়ে তাদের উদ্ধার করেছে, আর পথিমধ্যে র্যাব তাদের পেয়ে অফিসারদের কাছ থেকে নিয়ে যায়। পরে এখন শুনি তারা উদ্ধার করেছে বলে আপনাদের কাছে প্রেস রিলিজ পাঠিয়েছে। মেয়ে দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের কৃতিত্ব নিয়ে র্যাব-পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেরা উদ্ধার করেছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে পুলিশ বলছে, তারাই ওই দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার কদমতলী থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই কিশোরী গোলাপগঞ্জের এক মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া এলাকায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে গতকাল রাতে তাদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে মেয়েরা পড়ালেখা করতে আগ্রহী না। তাদের পড়ালেখা করতে ভালো লাগে না। সে জন্য তারা অন্য একজন নারীর মাধ্যমে ঢাকায় গার্মেন্টসে কাজ করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ওই নারী তাদের অভিভাবককে ফোন দিয়ে জানান যে তাঁদের মেয়েদের নেওয়ার জন্য। তখন আমরা তাদের অভিভাবকসহ সেখানে গিয়ে তাদের উদ্ধার করি। এ সময় র্যাবও চলে আসে। তখন র্যাব জানায় যে তারা সারা দিন ধরে তাদের (নিখোঁজ মাদ্রাসাছাত্রী) ধরতে অভিযান চালাচ্ছে। সে জন্য তারা তাদের নিয়ে যায় এবং রাতেই থানায় তাদের হস্তান্তর করেছে।’
র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছেও তাদের পরিবার অভিযোগ জানিয়েছিল। আমরা দিনভর তাদের উদ্ধারে অভিযান চালিয়েছি। পরে রাতে কদমতলী থেকে তাদের উদ্ধার করি। এখানে তো এ রকম হওয়ার কথা না। আমরাই তাদের উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসছি এবং রাতেই তাদের থানায় হস্তান্তর করেছি।’
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন বলেন, ‘আসলে এটা তো ঠিক না। আমার অফিসাররা গিয়ে তাদের উদ্ধার করেছে, আর পথিমধ্যে র্যাব তাদের পেয়ে অফিসারদের কাছ থেকে নিয়ে যায়। পরে এখন শুনি তারা উদ্ধার করেছে বলে আপনাদের কাছে প্রেস রিলিজ পাঠিয়েছে। মেয়ে দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৫ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে