লালমনিরহাট প্রতিনিধি
জুলাই সনদ প্রকাশ, মৌলিক সংস্কার সম্পন্ন করা ও গণ-অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলটি পৌরসভাসংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ। তিনি বলেন, ‘অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনের রোডম্যাপ গ্রহণযোগ্য নয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই নৃশংস ঘটনার বিচার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনো একক দলের কথায় নির্বাচন দেওয়া যাবে না। যদি নির্বাচন দিতেই হয়, তাহলে জুলাই বিপ্লবের অধিকার আদায়ের পর নির্বাচন হওয়া উচিত।’
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির লালমনিরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসান। জেলা কমিটির সদস্য মুকুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী রকি, শাহ সুলতান, নাসির উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
জুলাই সনদ প্রকাশ, মৌলিক সংস্কার সম্পন্ন করা ও গণ-অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলটি পৌরসভাসংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ। তিনি বলেন, ‘অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনের রোডম্যাপ গ্রহণযোগ্য নয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই নৃশংস ঘটনার বিচার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনো একক দলের কথায় নির্বাচন দেওয়া যাবে না। যদি নির্বাচন দিতেই হয়, তাহলে জুলাই বিপ্লবের অধিকার আদায়ের পর নির্বাচন হওয়া উচিত।’
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির লালমনিরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসান। জেলা কমিটির সদস্য মুকুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী রকি, শাহ সুলতান, নাসির উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতা–কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৯ মিনিট আগে