Ajker Patrika

ঢাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২১: ২৯
ঢাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতা–কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার পৃথক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকার কদমতলী থানার ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি (৪৬), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ৭ নম্বর পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০), অনলাইন আওয়ামী লীগ ব্লগার ও অ্যাকটিভিস্ট কামাল পাশা চৌধুরী (৬৫), কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩), ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বারনটেক ইউনিটের সহসভাপতি মো. মতলব মুন্সী (৫৫), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪ নম্বর সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমিজ উদ্দিন সরকার (৫৮), বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি মো. আইয়ুব আলী তরফদার (৪৭), বংশাল থানা যুবলীগের সহসভাপতি সাইদুর রহমান টিটু (৪৮), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯) ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি মো. আরিফুল ইসলাম (৩৮)।

ডিসি তালেবুর রহমান জানান, গতকাল রোববার কদমতলী এলাকা থেকে কাউন্সিলর লিপিকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। একই দিন বিকেলে মোহাম্মদপুর থেকে শাহ মুহাম্মদ সবুর হোসেন ও বিপুল খন্দকারকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ। সামাজিক মাধ্যমে সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন অনলাইন ব্লগার কামাল পাশা।

এ ছাড়া মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোহাগ মিয়াকে; পল্লবী থেকে মতলব মুন্সী, বংশাল এলাকা থেকে সাইদুর রহমান টিটু, ভাটারা থেকে আরিফুল ইসলাম, দক্ষিণ বেগুনবাড়ি থেকে সৈয়দ আমানউল্লা হোসেন, রমনা থেকে রমিজ উদ্দিন সরকার, বগুড়া থেকে আইয়ুব আলী তরফদারকে গ্রেপ্তার করেছে ডিবির বিভিন্ন ইউনিট।

অপর এক বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান জানান, রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনি ২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত