Ajker Patrika

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে প্রবাসীর মৃত্যু, দেশে ফিরেছিলেন মাত্র ১৫ দিন আগে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
জুয়েল রানা। ছবি: সংগৃহীত
জুয়েল রানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মাত্র ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে দেশে ফিরে জুয়েল সখীপুর পৌর শহরে একটি বাসা ভাড়া নিয়েছিলেন। আজ বিকেলে সেই বাসায় ওঠার কথা ছিল তাঁর। এ জন্য গ্রামের বাড়ি থেকে আসবাবপত্র বের করার কাজ করছিলেন তিনি। একপর্যায়ে ঘরের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

জুয়েলের বোনজামাই আশিক জানান, টিনের বেড়াটি কখন বিদ্যুতায়িত হয়েছিল, কেউ জানতেন না। ধারণা করা হচ্ছে, আসবাবপত্র বের করার সময় ঘরের কোথাও তার ছিঁড়ে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই জুয়েলের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক ছাইদুর রহমান ভূঞা আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত