Ajker Patrika

কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম ২ দিন বন্ধ 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম ২ দিন বন্ধ 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে দুদিন বন্ধ থাকবে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস) কর্তৃপক্ষ। তবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

এর আগে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীসহ তিন সংগঠন চিঠির মাধ্যমে স্থলবন্দরের দুদিন বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিল। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার ও পরদিন সোমবার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সব প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবেন। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘কালীপূজায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে ও পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। ‘

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে। ব্যবসায়ীরা কাজকর্ম বন্ধ রাখলে এমনিতেই অচল হয় স্থলবন্দর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত