গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রেস্তোরাঁ শ্রমিক দলের সদস্য ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লাজু হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিজানুর রহমান এবং সন্দেহভাজন আসামি জুলফিকার আলী।
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এবং আজ শনিবার জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এদিকে একই সময় হাতীবান্ধা থানা ঘেরাও করে রাখার ঘটনায় ওই থানাতেও পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের নামে এ মামলা দায়ের করেন।