Ajker Patrika

৮ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে। আগামী ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ওই ৮ দিন স্থলবন্দর দিয়ে সিঅ্যান্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রাকিব আহমেদ বলেন, স্থলবন্দরের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে পবিত্র ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম ৮ মে থেকে পুনরায় চালু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত