Ajker Patrika

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর ‘আত্মহত্যা’

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে আফরিন আক্তার দিপুমনি নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়িতে লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবার বলছে, কথা-কাটাকাটির জেরে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেন।

গৃহবধূ দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখানেই তাঁর ঝুলন্ত লাশ মেলে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে গৃহবধূর লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে থানা জানায়, গতকাল সন্ধ্যায় দিপুমনি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেন। ওই সময় তাঁদের মধ্য কথা-কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন জানালা দিয়ে তাঁকে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী আব্দুস ছত্তার সরদারের সঙ্গে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা দ্বিতীয় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তাঁর মা ঢাকায় চলে যান। মা-বাবার দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশির ভাগ সময় নানা বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে তাঁকে বিষণ্ন দেখাচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি চলছিল। গতকাল রাতে ঘরের দরজা বন্ধ করে সে আত্মহত্যা করেন। ওই সময় তাঁর স্বামী ভিডিও কলে ছিলেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে তাঁকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত