মাগুরা প্রতিনিধি
মাগুরায় আজ শনিবার সকাল ৮টায় দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল ১২০ টাকা কেজি। দুপুরে ১৮০ হয়ে সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা কেজি। গত ৮ ঘণ্টায় মাগুরা একতা কাঁচাবাজার ঘুরে এমন অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, পাইকারি ২০০ টাকায় কিনে খুচরা বিক্রেতারা স্থানভেদে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে দেশি ৮০ থেকে ১০০ টাকা।
দেশি পেঁয়াজের চড়া দামে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ক্রেতারা। পুরোনো বাজারে বিকেলে পেঁয়াজ কিনতে আসা জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘সকালে কিনেছি এক পোয়া (আড়াই শ গ্রাম) পেঁয়াজ ৩০ টাকা। এখন শুনছি একই পেঁয়াজ ৬০ টাকা পোয়া। মগের মুল্লুক নাকি। সকাল থেকে বিকেল হতেই ১০০ টাকা কেজিতে বাড়ে ক্যামনে।’
মাগুরা একতা পাইকারি বাজারের বিক্রেতা আবদুর রব জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজ স্টকে ছিল। ১০০ টাকা করে বিক্রি করেছি, অথচ আজ শনিবার সন্ধ্যায় পাইকারি বাজারে কারও কাছে পেঁয়াজ নাই। কোথায় এত পেঁয়াজ গেছে বলতে পারছি না।’
পাইকারি বাজারের অপর বিক্রেতা স্বপন পাল বলেন, ‘শনিবার সকালে লাইন ধরে পেঁয়াজ বিক্রি করেছি। ১৮০ পর্যন্ত বিক্রি হয়েছে।’
কেন দাম বাড়ছে প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, ‘শুনেছি ভারত আগামী চার মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে। তাই দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। রোববারে পেঁয়াজ সেভাবে না-ও পাওয়া যেতে পারে। তবে দাম এখন লাগাম ছাড়া হয়ে যেতে পারে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন।’
এ বিষয়ে মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা মামুনুল হাসান আজ সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে বলেন, ‘রোববার আমরা বড় বাজারগুলোতে যাব। কেন দাম বাড়ছে, সেটা দেখে তার পর প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারব।’
মাগুরায় আজ শনিবার সকাল ৮টায় দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল ১২০ টাকা কেজি। দুপুরে ১৮০ হয়ে সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা কেজি। গত ৮ ঘণ্টায় মাগুরা একতা কাঁচাবাজার ঘুরে এমন অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, পাইকারি ২০০ টাকায় কিনে খুচরা বিক্রেতারা স্থানভেদে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে দেশি ৮০ থেকে ১০০ টাকা।
দেশি পেঁয়াজের চড়া দামে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ক্রেতারা। পুরোনো বাজারে বিকেলে পেঁয়াজ কিনতে আসা জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘সকালে কিনেছি এক পোয়া (আড়াই শ গ্রাম) পেঁয়াজ ৩০ টাকা। এখন শুনছি একই পেঁয়াজ ৬০ টাকা পোয়া। মগের মুল্লুক নাকি। সকাল থেকে বিকেল হতেই ১০০ টাকা কেজিতে বাড়ে ক্যামনে।’
মাগুরা একতা পাইকারি বাজারের বিক্রেতা আবদুর রব জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজ স্টকে ছিল। ১০০ টাকা করে বিক্রি করেছি, অথচ আজ শনিবার সন্ধ্যায় পাইকারি বাজারে কারও কাছে পেঁয়াজ নাই। কোথায় এত পেঁয়াজ গেছে বলতে পারছি না।’
পাইকারি বাজারের অপর বিক্রেতা স্বপন পাল বলেন, ‘শনিবার সকালে লাইন ধরে পেঁয়াজ বিক্রি করেছি। ১৮০ পর্যন্ত বিক্রি হয়েছে।’
কেন দাম বাড়ছে প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, ‘শুনেছি ভারত আগামী চার মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে। তাই দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। রোববারে পেঁয়াজ সেভাবে না-ও পাওয়া যেতে পারে। তবে দাম এখন লাগাম ছাড়া হয়ে যেতে পারে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন।’
এ বিষয়ে মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা মামুনুল হাসান আজ সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে বলেন, ‘রোববার আমরা বড় বাজারগুলোতে যাব। কেন দাম বাড়ছে, সেটা দেখে তার পর প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারব।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে