খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর প্রভাবশালী বিশ্বাস পরিবারের সদস্য সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস দল থেকে ত্যাগ করেছেন। এর আগে গত শনিবার তাঁর ভাতিজা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে বুলু বিশ্বাস বলেন, ‘আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি। তারপরও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
বিবৃতিতে বুলু বিশ্বাস আরও উল্লেখ করেন, ‘আমি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের ওপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ-আপদে সুখ-দুঃখে পাশে থাকব ইনশা আল্লাহ।’
এর আগে গত শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য পদসহ যাবতীয় রাজনীতি থেকে অবসরে যান কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস। সেদিন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত, শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে মহান আল্লাহর ইচ্ছায় অবসরকালীন জীবনে সকলের দোয়া চেয়েছেন আনিস বিশ্বাস।
এর আগে আনিসুর রহমান বিশ্বাস ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি ছিলেন। পরে দল বদল করে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি নির্বাচনে পরাজিত হন। বুলু বিশ্বাস খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিসিবি পরিচালক শেখ সোহেলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি খুলনা পানি উন্নয়ন বোর্ডের মোটা অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বুলু বিশ্বাসের বিরুদ্ধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ খুলনায় দাফন করতে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে।
খুলনা মহানগরীর প্রভাবশালী বিশ্বাস পরিবারের সদস্য সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস দল থেকে ত্যাগ করেছেন। এর আগে গত শনিবার তাঁর ভাতিজা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে বুলু বিশ্বাস বলেন, ‘আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি। তারপরও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
বিবৃতিতে বুলু বিশ্বাস আরও উল্লেখ করেন, ‘আমি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের ওপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ-আপদে সুখ-দুঃখে পাশে থাকব ইনশা আল্লাহ।’
এর আগে গত শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য পদসহ যাবতীয় রাজনীতি থেকে অবসরে যান কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস। সেদিন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত, শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে মহান আল্লাহর ইচ্ছায় অবসরকালীন জীবনে সকলের দোয়া চেয়েছেন আনিস বিশ্বাস।
এর আগে আনিসুর রহমান বিশ্বাস ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি ছিলেন। পরে দল বদল করে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি নির্বাচনে পরাজিত হন। বুলু বিশ্বাস খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিসিবি পরিচালক শেখ সোহেলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি খুলনা পানি উন্নয়ন বোর্ডের মোটা অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বুলু বিশ্বাসের বিরুদ্ধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ খুলনায় দাফন করতে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৫ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৬ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৬ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৭ ঘণ্টা আগে