Ajker Patrika

ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ আটক ২

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি
ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল, তৈরিকৃত দুধসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শিবপুর গ্রামে সিরাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত অসীম ঘোষের ছেলে সোহাগ ঘোষ (২৭) ও তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০)। অভিযানকালে সিরাজুল ইসলামের বাড়ির গোয়ালঘরের বারান্দা থেকে একটি ব্লেন্ডার মেশিন, ৭টি ড্রাম, ভেজাল দুধ তৈরির পাউডার, তেল, একটি মোটরচালিত ভ্যান, একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ ২৮০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত