Ajker Patrika

ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ব্যারিস্টার খোকন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ব্যারিস্টার খোকন 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও অপমান করা হচ্ছে। তাঁকে যে হয়রানি করা হচ্ছে তা অকল্পনীয়। আমি মনে করি, এই হয়রানি বন্ধ করা উচিত। কেউ কেউ বলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন–এটাই তার দোষ। 

আজ বুধবার দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

খোকন বলেন, যারা হয়রানি করছে তাদের সম্মান নষ্ট হচ্ছে, সরকারের সম্মান নষ্ট হচ্ছে, বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। এতে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তিনি বলেন, ঢাকার আদালতে অনেকেই যান, সবাইকে কি কাঠগড়ায় খাঁচার ভেতরে রাখে? অপমানের সীমা কোথায় যেতে পারে। ড. ইউনুসের মতো লোককে খাঁচার ভেতর ঢোকানো হয়েছে। মানে আমরা এখানে কাউকে সম্মান দিতে জানি না, শুধু আমারে সম্মান দিলেই আমি খুশি। আর কেউ সম্মান পাক, চাই না আমরা। বাংলাদেশের মানুষের মুখ উজ্জল করুক, এই সরকার এটা চায় না। 

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীরের বিষয়ে ব্যারিস্টার খোকন বলেন,  বেনজীরের বিষয়ে সরকারের স্পষ্ট ভূমিকা নেই। আমি সন্দিহান বেনজীরের বিচার হবে কি না। তার সময়ে যে গুম–খুন হয়েছিল সেগুলোর তদন্তও চান বারের এই সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত