নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঘটনার ১৭ বছর পর আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। একই মামলায় খালাস দেওয়া হয় আরও দুজনকে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন। খালাস প্রাপ্তরা হলেন, ইলিয়াস মিয়া ও শাহ আলমগীর আলী। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নাজিম পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাব বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করে আদালত।
নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। এই মামলায় অভিযুক্ত দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী মোবারক হোসেন সেলিম বলেন, ভুক্তভোগী পরিবার এই রায়ে সন্তুষ্ট না। বাকি দুই আসামির সাজার প্রত্যাশা ছিল আমাদের। ওই দুজনের সাজার জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঘটনার ১৭ বছর পর আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। একই মামলায় খালাস দেওয়া হয় আরও দুজনকে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন। খালাস প্রাপ্তরা হলেন, ইলিয়াস মিয়া ও শাহ আলমগীর আলী। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নাজিম পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাব বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করে আদালত।
নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। এই মামলায় অভিযুক্ত দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী মোবারক হোসেন সেলিম বলেন, ভুক্তভোগী পরিবার এই রায়ে সন্তুষ্ট না। বাকি দুই আসামির সাজার প্রত্যাশা ছিল আমাদের। ওই দুজনের সাজার জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩১ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে