নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজে সড়ক অবরোধ করেছেন ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয় দেওয়া ১৫-২০ জন তরুণ। এই অবরোধের কারণে বাড্ডা-রামপুরা সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক অবরোধকারী তরুণদের সঙ্গে সাধারণ মানুষের দফায় দফায় তর্ক-বিতর্ক হতে দেখা গেছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন, গোপালগঞ্জের ঘটনার জেরে ঢাকাবাসীকে এভাবে হয়রানি করার কোনো যৌক্তিকতা নেই। অবরোধ চলাকালে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এদিকে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে গোপালগঞ্জ ছিল উত্তপ্ত। দিনের শুরুতেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়। এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একদল ব্যক্তি নেতা-কর্মীদের ঘিরে ধরে হামলার চেষ্টা করেন। চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়েন। এনসিপির নেতা–কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।
এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজে সড়ক অবরোধ করেছেন ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয় দেওয়া ১৫-২০ জন তরুণ। এই অবরোধের কারণে বাড্ডা-রামপুরা সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক অবরোধকারী তরুণদের সঙ্গে সাধারণ মানুষের দফায় দফায় তর্ক-বিতর্ক হতে দেখা গেছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন, গোপালগঞ্জের ঘটনার জেরে ঢাকাবাসীকে এভাবে হয়রানি করার কোনো যৌক্তিকতা নেই। অবরোধ চলাকালে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এদিকে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে গোপালগঞ্জ ছিল উত্তপ্ত। দিনের শুরুতেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়। এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একদল ব্যক্তি নেতা-কর্মীদের ঘিরে ধরে হামলার চেষ্টা করেন। চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়েন। এনসিপির নেতা–কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।
এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
নিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
২৪ মিনিট আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
২৯ মিনিট আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগেঘাটে নেই চিরচেনা হাঁকডাক। চায়ের দোকানে উচ্চ স্বরে বাজছে না গান। পাওয়া যাচ্ছে না বরফ ভাঙার আওয়াজ। জেলে, শ্রমিক, ব্যাপারী, আড়তদার—সবাই ঝিমিয়ে আছেন। চোখেমুখে হতাশার চাপ। কারণ, শিকারের মৌসুমে ইলিশের আকাল চলছে। নদীতে যাওয়া জেলে নৌকাগুলো শূন্য হাতে ফিরে আসছে।
১ ঘণ্টা আগে