Ajker Patrika

সখীপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৩, ১৫: ০৭
Thumbnail image

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় হারুন দেওয়ান (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে পৌর শহরের মুখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকসহ ট্রাকের চালক জাহিদ হাসানকে (৩০) থানায় সোপর্দ করেন। সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অটোরিকশাচালক হারুন দেওয়ান বোয়ালী দক্ষিণপাড়া গ্রামের সোমেদ আলীর ছেলে। অন্যদিকে আটক ট্রাকচালক জাহিদ হাসান কুষ্টিয়ার মিরপুর থানার নওদা খাদিমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোরে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে নিজের সিএনজিচালিত অটোরিকশার কাছে চালক হারুন দেওয়ান দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সাগরদীঘিগামী দ্রুতগতির একটি ট্রাক হারুনকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশাচালককে চাপা দেওয়ার ঘটনায় জব্দ করা ট্রাকথানায় আটক ট্রাকচালক জাহিদ হাসান আজকের পত্রিকাকে জানান, ঢাকায় গরু রেখে মধুপুরে আনারসের ট্রিপে যাচ্ছিলেন। পথেই এ দুর্ঘটনা ঘটে যায়।

সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাক ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত