রাজধানীর বনানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ শেষে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় আন্দোলনকারী চালকদের সড়ক থেকে সরিয়ে বিআরটিএ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সড়ক ছাড়লেন তাঁরা।
আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক এবং উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার রেলগেইট এলাকায় পৌঁছালে রেলগেইটের সামনে যানজটে আটকে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ ও ভুক্তভোগী অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে বেশকিছু সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে জরিমানা ও মামলা দেয় যৌথ বাহিনী। পরে জব্দকৃত অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়।