Ajker Patrika

ঈদে কূটনীতিক পাড়ায় কড়া নিরাপত্তা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২৩, ১১: ৪৪
ঈদে কূটনীতিক পাড়ায় কড়া নিরাপত্তা: র‍্যাব

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনীতিক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ। 

আজ বুধবার বিকেলে গুলশান-২ নম্বরে কূটনীতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

র‍্যাব-১-এর অধিনায়ক বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। 

এ ছাড়া অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে জানিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তাঁরা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

ঈদের ছুটিতে নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেই সব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র‍্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে।’ 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্য সময়ের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে। এ ছাড়া রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে। 

ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সব সময় সতর্ক আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত