শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে স্ত্রীকে হত্যা মামলায় রাজা মিয়া (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের অলি বেপারী ছেলে।
এ তথ্য জানিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন রাতে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে রাজা মিয়া তাঁর স্ত্রী কাঞ্চনমালার (২৮) মাথায় পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করেন। এতে কাঞ্চনমালা গুরুতর আহত হলে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ৭ জুন মারা যান তিনি।
৮ জুন নিহতের ভাই মো. মনির হোসন বাদী হয়ে রাজা মিয়াকে আসামি করে শরীয়তপুরের সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই আসামি রাজা মিয়াকে সখিপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
এ বিষয়ে কৌঁসুলি ফিরোজ আহমেদ বলেন, ‘রাজা মিয়া যৌতুকের জন্য তাঁর স্ত্রী কাঞ্চনমালাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী রাজা মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘এ রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগগিরই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
শরীয়তপুরে স্ত্রীকে হত্যা মামলায় রাজা মিয়া (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের অলি বেপারী ছেলে।
এ তথ্য জানিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন রাতে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে রাজা মিয়া তাঁর স্ত্রী কাঞ্চনমালার (২৮) মাথায় পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করেন। এতে কাঞ্চনমালা গুরুতর আহত হলে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ৭ জুন মারা যান তিনি।
৮ জুন নিহতের ভাই মো. মনির হোসন বাদী হয়ে রাজা মিয়াকে আসামি করে শরীয়তপুরের সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই আসামি রাজা মিয়াকে সখিপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
এ বিষয়ে কৌঁসুলি ফিরোজ আহমেদ বলেন, ‘রাজা মিয়া যৌতুকের জন্য তাঁর স্ত্রী কাঞ্চনমালাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী রাজা মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘এ রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগগিরই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
বৃষ্টি হলেই সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি ওঠে। এতে জলজটে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতিবছরই শতকোটি টাকার বাজেট নিয়ে বিভিন্ন খাল উদ্ধার, খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে সিলেট সিটি করপোরেশন...
১ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
২ ঘণ্টা আগেএখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
২ ঘণ্টা আগে