Ajker Patrika

টঙ্গী ব্রিজ ভাঙায় যান চলাচল বন্ধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
টঙ্গী ব্রিজ ভাঙায় যান চলাচল বন্ধ

রাজধানীর আব্দুল্লাহপুর সংলগ্ন টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়ার কারণে বন্ধ রয়েছে যান চলাচল। ফলে রাজধানীর উত্তরাংশে ও গাজীপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীর ওপরের টঙ্গী ব্রিজের মাঝে ভেঙে যায়। এর ফলে ওই পথ দিয়ে ঢাকাগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে টঙ্গী ব্রিজ ঘুরে দেখে যায়, কিছুদিন আগে ব্রিজের মাঝে ভেঙে ফুটো হয়ে যায়। ভাঙা অংশের ওপর লোহার ধাপ পাত দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু ফুটো অংশটি ভেঙে বড় হয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানবাহনগুলো ডাইভারশন করে কামারপাড়া হয়ে টঙ্গীর স্টেশন রোডের মুন্নু মিলগেট দিয়ে যাতায়াত করছে। তবে তুরাগ নদীর ওপরে নতুন ব্রিজের ওপর দিয়ে গাজীপুরগামী কিছু কিছু যানচলাচল করছে। কিন্তু ব্রিজটি সরু হওয়ায় যানবাহনের চাপ সামলানো অসম্ভব হয়ে গেছে। ফলে ডাইভারশনের মাধ্যমে বিকল্প পথ দিয়ে ঢাকা থেকে বের হয়ে গাজীপুরে ঢুকছে যানবাহনগুলো। 

এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী থেকে আব্দুল্লাহপুর এবং ময়মনসিংহ থেকে ঢাকা মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ উভয় পাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার ভাঙা ব্রিজটি সরেজমিনে পরিদর্শনে আসেন আসেন সড়ক ও জনপথ মন্ত্রণালয় সচিব। সেই সঙ্গে তিনি দ্রুত সংস্কার কাজের নির্দেশনা দেন বলে জানিয়েছেন আব্দুল্লাহপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। 

 টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচলএ বিষয়ে আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) সাজ্জাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে টঙ্গী ব্রিজের মাঝে ভেঙে পরেছে। এরপর থেকেই ওই ব্রিজের ওপর দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

শুক্রবার থেকে টঙ্গী ব্রিজের ওপর দিকে চলাচলকারী যানবাহনগুলো একমুখী করে দেওয়া হবে। একপাশ বন্ধ রেখে অপর পাশের গাড়ি ছাড়া হবে এবং পুনরায় অপর পাশে বন্ধ রেখে আরেক পাশের যানবাহনগুলো ছাড়া হবে বলেও জানিয়েছেন টিআই সাজ্জাদ। 

অপরদিকে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, টঙ্গী ব্রিজের ওই জায়গায় আগে থেকেই ফুটোটা ছিল। এত দিন ফুটোর ওপর ধাতব পাত দিয়ে যানবাহন চলাচল করছিল। 

উল্লেখ্য, বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় ওই রাস্তায় এমনিতেই সব সময় যানজট লেগে থাকে। এর মধ্য দিয়ে ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত