Ajker Patrika

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭: ০৩
গোপালগঞ্জের পৌর কবরস্থান থেকে লাশ উত্তোলনের কাজ চলছে। আজ সোমবার দুপুরে তোলা ছবি। আজকের পত্রিকা
গোপালগঞ্জের পৌর কবরস্থান থেকে লাশ উত্তোলনের কাজ চলছে। আজ সোমবার দুপুরে তোলা ছবি। আজকের পত্রিকা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা-সংঘর্ষে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়।

এর আগে গত বুধবারের সংঘর্ষে নিহত দীপ্ত সাহাসহ চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান রমজান মুন্সি। পরদিন ঢামেক হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত হয়।

গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে লাশ উত্তোলন শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ইমন তালুকদারের লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। আর রমজান কাজীর লাশ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন।

লাশ দুটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রমজান কাজী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মুরাদ হোসেন সুরতহাল রিপোর্টে লাশের ডান কাঁধে গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।

ইমন তালুকদার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সুরতহাল রিপোর্টে লাশের বাম ঊরুতে গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান জানিয়েছেন, কবর থেকে তিনটি লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার জন্য গতকাল রোববার গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। তাই আজ দুপুরে লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীরের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সোহেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুরতহাল রিপোর্টে লাশের বুকে একটি চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।

এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার রাতে গোপালগঞ্জ থানায় পৃথক চারটি মামলা করা হয়। এতে ৫ হাজার ৪০০ অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত