Ajker Patrika

চাটখিলে বিএনপির দুই দলের সংঘর্ষ, আহত ৮ নেতা-কর্মী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালী চাটখিলে বিএনপি ও যুবদলের সংঘর্ষে আট নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে দুই দলের আলোচনা সভায় এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে গোলাগুলিও হয়।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম জগলু সংঘর্ষের তথ্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

যুবদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মী ও সমর্থকেরা অনেকেই অংশ গ্রহণ করেননি। মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শেষে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলিও হয়। এতে স্থানীয় কড়িহাটি বাজারে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে দোকান পাঠ বন্ধ করে লোকজন এলাকা ছেড়ে চলে যায়।

আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত