নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করায় ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে আহাদ আহমেদ হাম্বা (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার নোয়াখলা ইউনিয়নের পশ্চিম নোয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ইউপি সদস্য ওমর ফারুক পাটোয়ারীকে (৪৫) গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখলা গ্রামের বাবর হোসেনের ছেলে আহাদ আহমেদ হাম্বা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে তিনি এলাকায় বিশৃঙ্খলা করতেন। গত রমজানে এসব বিষয়ে এলাকার লোকজন ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুকের কাছে অভিযোগ নিয়ে গেলে সালিসি বৈঠকের মাধ্যমে হাম্বাকে সতর্ক করেন তিনি।
এলাকাবাসীর ধারণা, ওই কারণে ইউপি সদস্য ফারুকের ওপর ক্ষুব্ধ ছিলেন আহাদ। এর জেরে আজ রোববার ভোরে বড় ধারালো ছুরি নিয়ে তাঁর বাড়িতে যান আহাদ। এ সময় ডাক দিলে ঘর থেকে বেরিয়ে আসেন ইউপি সদস্য। কিছু বুঝে ওঠার আগেই আহাদ ছুরি দিয়ে ওমর ফারুককে কুপিয়ে জখম করেন। এ সময় এগিয়ে গেলে তাঁর ভাগনে সালেহ আহমেদ খানকে (২৪) কুপিয়ে জখম করে পালিয়ে যান আহাদ। পরিবারের লোকজন ইউপি সদস্য ও তাঁর ভাগনেকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন গিয়ে আহাদের বাড়ি ঘেরাও করে। এ সময় আহাদ সেই ছুরি নিয়ে উপস্থিত লোকজনকে হুমকি দিলে উত্তেজিত জনতা তাঁকে আটক করে গণপিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নোয়াখলা ইউপি চেয়ারম্যান মো. মানিক বলেন, আহাদ আগে থেকেই মাদকাসক্ত ও বেপরোয়া ছিলেন। রোববার ভোরে তিনি মেম্বারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে এলাকাবাসী আহাদের বাড়িতে গেলে সেখানে তিনি ছালেহ আহমদ নামের আরেকজনকে জখম করেন। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে আহাদকে বেধড়ক পিটুনি দেয়। তাতে তিনি মারা যান। গুরুতর আহত মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ইউপি সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে।
নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করায় ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে আহাদ আহমেদ হাম্বা (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার নোয়াখলা ইউনিয়নের পশ্চিম নোয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ইউপি সদস্য ওমর ফারুক পাটোয়ারীকে (৪৫) গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখলা গ্রামের বাবর হোসেনের ছেলে আহাদ আহমেদ হাম্বা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে তিনি এলাকায় বিশৃঙ্খলা করতেন। গত রমজানে এসব বিষয়ে এলাকার লোকজন ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুকের কাছে অভিযোগ নিয়ে গেলে সালিসি বৈঠকের মাধ্যমে হাম্বাকে সতর্ক করেন তিনি।
এলাকাবাসীর ধারণা, ওই কারণে ইউপি সদস্য ফারুকের ওপর ক্ষুব্ধ ছিলেন আহাদ। এর জেরে আজ রোববার ভোরে বড় ধারালো ছুরি নিয়ে তাঁর বাড়িতে যান আহাদ। এ সময় ডাক দিলে ঘর থেকে বেরিয়ে আসেন ইউপি সদস্য। কিছু বুঝে ওঠার আগেই আহাদ ছুরি দিয়ে ওমর ফারুককে কুপিয়ে জখম করেন। এ সময় এগিয়ে গেলে তাঁর ভাগনে সালেহ আহমেদ খানকে (২৪) কুপিয়ে জখম করে পালিয়ে যান আহাদ। পরিবারের লোকজন ইউপি সদস্য ও তাঁর ভাগনেকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন গিয়ে আহাদের বাড়ি ঘেরাও করে। এ সময় আহাদ সেই ছুরি নিয়ে উপস্থিত লোকজনকে হুমকি দিলে উত্তেজিত জনতা তাঁকে আটক করে গণপিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নোয়াখলা ইউপি চেয়ারম্যান মো. মানিক বলেন, আহাদ আগে থেকেই মাদকাসক্ত ও বেপরোয়া ছিলেন। রোববার ভোরে তিনি মেম্বারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে এলাকাবাসী আহাদের বাড়িতে গেলে সেখানে তিনি ছালেহ আহমদ নামের আরেকজনকে জখম করেন। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে আহাদকে বেধড়ক পিটুনি দেয়। তাতে তিনি মারা যান। গুরুতর আহত মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ইউপি সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১৭ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৪১ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে