Ajker Patrika

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সোমবার সকাল থেকে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সোমবার সকাল থেকে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু 

ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামীকাল সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হবে। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

ওই দুই ব্যবসায়ী নেতা জানান, এফএসএসএআই-র নিষেধাজ্ঞার কারণে ভারতীয় ব্যবসায়ীরা মাছ নিতে অনীহা প্রকাশ করায় গত বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা মাছসহ বিভিন্ন খাদ্য পণ্যের গুণগতমান যাচাইয়ে প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল সংকটের কারণে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ হয়ে পড়ে।

ভারতের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওই দুই ব্যবসায়ী নেতা আরও জানান, পাঁচ দিন ত্রিপুরা মাছ রপ্তানি বন্ধ থাকায় রাজ্যে মাছের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। যার ফলে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়। এতে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে মাছ আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০-৬০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যের বাজারগুলোতে পাঠানো হয়। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ১ লাখ ডলারের মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।

আখাউড়া স্থলবন্দরের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, মাছ রপ্তানির খবরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত