আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামীকাল সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হবে। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
ওই দুই ব্যবসায়ী নেতা জানান, এফএসএসএআই-র নিষেধাজ্ঞার কারণে ভারতীয় ব্যবসায়ীরা মাছ নিতে অনীহা প্রকাশ করায় গত বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা মাছসহ বিভিন্ন খাদ্য পণ্যের গুণগতমান যাচাইয়ে প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল সংকটের কারণে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ হয়ে পড়ে।
ভারতের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওই দুই ব্যবসায়ী নেতা আরও জানান, পাঁচ দিন ত্রিপুরা মাছ রপ্তানি বন্ধ থাকায় রাজ্যে মাছের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। যার ফলে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়। এতে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে মাছ আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০-৬০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যের বাজারগুলোতে পাঠানো হয়। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ১ লাখ ডলারের মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।
আখাউড়া স্থলবন্দরের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, মাছ রপ্তানির খবরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।
ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামীকাল সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হবে। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
ওই দুই ব্যবসায়ী নেতা জানান, এফএসএসএআই-র নিষেধাজ্ঞার কারণে ভারতীয় ব্যবসায়ীরা মাছ নিতে অনীহা প্রকাশ করায় গত বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা মাছসহ বিভিন্ন খাদ্য পণ্যের গুণগতমান যাচাইয়ে প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল সংকটের কারণে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ হয়ে পড়ে।
ভারতের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওই দুই ব্যবসায়ী নেতা আরও জানান, পাঁচ দিন ত্রিপুরা মাছ রপ্তানি বন্ধ থাকায় রাজ্যে মাছের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। যার ফলে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়। এতে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে মাছ আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০-৬০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যের বাজারগুলোতে পাঠানো হয়। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ১ লাখ ডলারের মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।
আখাউড়া স্থলবন্দরের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, মাছ রপ্তানির খবরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
২ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৩ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৩ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে