Ajker Patrika

চাটখিলে বাগানের ভেতরে যুবকের রক্তাক্ত মরদেহ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৮
চাটখিলে বাগানের ভেতরে যুবকের রক্তাক্ত মরদেহ

নোয়াখালীর চাটখিল উপজেলায় বাগানের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রনি পালোয়ান (৩২)। আজ শনিবার সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার ফটিকবাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রনি পলোয়ান চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের পলোয়ানবাড়ির মৃত শাহজাহানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ দেখতে পান। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে রনির পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত