Ajker Patrika

পিরোজপুরে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মধ্যে অনুদানের চেক বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ০৮: ৫১
পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ৯২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। ছবি: আজকের পত্রিকা
পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ৯২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। ছবি: আজকের পত্রিকা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া অনুদানের আওতায় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ৯২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, ‘এই চেক কেবল আর্থিক অনুদান নয়, এটি একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর সন্তানেরা আমাদের জাতীয় ইতিহাসের গর্ব। সরকার সব সময় তাঁদের পাশে আছে এবং তাঁদের পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত