টাকা দিয়ে কি সুখ কেনা যায়?
টাকা দিয়ে সুখ কেনা যায় কি না—এ প্রশ্ন চিরন্তন। প্রসঙ্গটি বিতর্কিত এবং এ নিয়ে বাদানুবাদেরও অন্ত নেই। এক দল বলছেন, জীর্ণ কুটিরে ছিন্নবাসে থেকেও সুখী হওয়া যায়, যদি মনে অশান্তি না থাকে। অন্যদিকে লাখ টাকার পালঙ্কে শুয়েও অনেকই সুখী হতে পারছে না, কারণ রাতে ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না তাঁদের।