অনলাইন ডেস্ক
নানা কিসিমের ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো ভিডিওতে ধরা পড়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মহিমা। এমনই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অরোরার বিস্ফোরণ! অরোরার কেতাবি বাংলা নাম ‘মেরুজ্যোতি’।
তাতেও বোঝা গেল না ব্যাপারটা? তাহলে পুরো ব্যাপারটা খোলাসা করে বলা যাক। ঘটনা ছয় দিন আগের। ভিনসেন্ট লেডভিনা নামের এক মার্কিন ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশ ছেয়ে গেছে অপূর্ব সুন্দর সবুজ রঙে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলাস্কায় অরোরা বিস্ফোরণ! ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।’
এটিই মূলত অরোরা। সবুজ রঙের বিস্ফোরণ।
ভিনসেন্ট লেডভিনা তাঁর ইনস্টাগ্রামের পরিচিতিতে লিখেছেন, তিনি একজন বিজ্ঞানী। নিজেকে ‘অরোরা মানব’ বলে ডাকেন। তিনি মহাকাশ আবহাওয়া বিষয়ে পড়াশোনা করেছেন এবং নিজেকে পরিচয় দেন ‘সবুজ আকাশ খোঁজার বিশেষজ্ঞ’ হিসেবে।
ভিডিওটির সঙ্গে ভিনসেন্ট কিছু লিখিত বার্তা জুড়ে দিয়েছেন। সেখানে লেখা ছিল, ‘আমি যখন বলি যে অরোরা বিস্ফোরিত হতে পারে, তখন আমি এটা বোঝাতে চেয়েছি যে সর্বত্র সবুজ আলো দেখা যাবে। এ এক অপূর্ব দৃশ্য।’
ভিনসেন্ট আরও লিখেছেন, ‘আরোরা এত শক্তিশালী ছিল যে আমার ক্যামেরাকে অতিমাত্রায় উদ্ভাসিত করেছিল। এটি ক্যামেরা ছাড়া খালি চোখেও সবুজ ছিল। বিস্ফোরণটিকে আসলে একধরনের ঝড় বলা হয়। ঝড়ের সময় অরোরা অল্প সময়ের জন্য উজ্জ্বল হয় এবং বিষুবীয় অঞ্চলের দিকে প্রসারিত হয়। এর তিনটি পর্যায় রয়েছে—সম্প্রসারণ, ভেঙে পড়া ও পুনরুদ্ধার।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এ পর্যন্ত ৩২ লাখেরও বেশিবার ভিউ হয়েছে এবং ভিডিওটিতে প্রায় সাড়ে ৩ লাখ লাইক পড়েছে। অসংখ্য মানুষ মন্তব্য করেছেন সেখানে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একদিন নিজের চোখে অরোরা দেখতে পাব, এটা আমার স্বপ্ন। আচ্ছা একটি প্রশ্ন, এই অরোরাগুলো কি ভিডিওতে যেমন দেখা যায় তেমনই উজ্জ্বল, নাকি তারার মতো, যেখানে আলো দূষণ ছাড়ায়, আপনি তাদের দেখতে পাবেন?’
নানা কিসিমের ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো ভিডিওতে ধরা পড়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মহিমা। এমনই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অরোরার বিস্ফোরণ! অরোরার কেতাবি বাংলা নাম ‘মেরুজ্যোতি’।
তাতেও বোঝা গেল না ব্যাপারটা? তাহলে পুরো ব্যাপারটা খোলাসা করে বলা যাক। ঘটনা ছয় দিন আগের। ভিনসেন্ট লেডভিনা নামের এক মার্কিন ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশ ছেয়ে গেছে অপূর্ব সুন্দর সবুজ রঙে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলাস্কায় অরোরা বিস্ফোরণ! ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।’
এটিই মূলত অরোরা। সবুজ রঙের বিস্ফোরণ।
ভিনসেন্ট লেডভিনা তাঁর ইনস্টাগ্রামের পরিচিতিতে লিখেছেন, তিনি একজন বিজ্ঞানী। নিজেকে ‘অরোরা মানব’ বলে ডাকেন। তিনি মহাকাশ আবহাওয়া বিষয়ে পড়াশোনা করেছেন এবং নিজেকে পরিচয় দেন ‘সবুজ আকাশ খোঁজার বিশেষজ্ঞ’ হিসেবে।
ভিডিওটির সঙ্গে ভিনসেন্ট কিছু লিখিত বার্তা জুড়ে দিয়েছেন। সেখানে লেখা ছিল, ‘আমি যখন বলি যে অরোরা বিস্ফোরিত হতে পারে, তখন আমি এটা বোঝাতে চেয়েছি যে সর্বত্র সবুজ আলো দেখা যাবে। এ এক অপূর্ব দৃশ্য।’
ভিনসেন্ট আরও লিখেছেন, ‘আরোরা এত শক্তিশালী ছিল যে আমার ক্যামেরাকে অতিমাত্রায় উদ্ভাসিত করেছিল। এটি ক্যামেরা ছাড়া খালি চোখেও সবুজ ছিল। বিস্ফোরণটিকে আসলে একধরনের ঝড় বলা হয়। ঝড়ের সময় অরোরা অল্প সময়ের জন্য উজ্জ্বল হয় এবং বিষুবীয় অঞ্চলের দিকে প্রসারিত হয়। এর তিনটি পর্যায় রয়েছে—সম্প্রসারণ, ভেঙে পড়া ও পুনরুদ্ধার।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এ পর্যন্ত ৩২ লাখেরও বেশিবার ভিউ হয়েছে এবং ভিডিওটিতে প্রায় সাড়ে ৩ লাখ লাইক পড়েছে। অসংখ্য মানুষ মন্তব্য করেছেন সেখানে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একদিন নিজের চোখে অরোরা দেখতে পাব, এটা আমার স্বপ্ন। আচ্ছা একটি প্রশ্ন, এই অরোরাগুলো কি ভিডিওতে যেমন দেখা যায় তেমনই উজ্জ্বল, নাকি তারার মতো, যেখানে আলো দূষণ ছাড়ায়, আপনি তাদের দেখতে পাবেন?’
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
১ দিন আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
২ দিন আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৬ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
১০ দিন আগে