অনলাইন ডেস্ক
দীর্ঘ কর্মময় এক জীবন শেষে গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। জীবদ্দশায় তিনি তুখোড় রসবোধ ও প্রত্যুৎপন্নমতিত্বের জন্য সারা বিশ্বের দৃষ্টি কেড়েছিলেন। রানির অসাধারণ রসবোধের পাঁচটি ঘটনা নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
সৌদি বাদশাহকে চমকে দিয়েছিলেন রানি
২০০৩ সালে সৌদি বাদশা আবদুল্লাহ স্কটল্যান্ডে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। রানি তখন তাঁকে গাড়ি ভ্রমণের প্রস্তাব দেন। তারপর রানি যখন নিজেই গাড়ি চালাতে শুরু করেন, তখন চমকে ওঠেন এবং অপ্রস্তুত হয়ে পড়েন সৌদি ক্রাউন প্রিন্স। কারণ সৌদিতে তখনো নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। একজন নারী গাড়ি চালাবেন, আর পেছনের সিটে তাঁকে বসে থাকতে হবে—এমন ঘটনায় অভ্যস্ত ছিলেন না বাদশা আবদুল্লাহ। তাই তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যান।
সেলফি তুলেছিলেন দুই অস্ট্রেলীয় হকি খেলোয়াড়ের সঙ্গে
রানি ও রাজপরিবারের প্রতি বিশ্বজুড়ে মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরা মনে করে যে রাজপরিবারের সদস্যরা আড়ালে থাকবেন এবং সাধারণ মানুষের সঙ্গে খুব বেশি মেলামেশা করবেন না। কিন্তু ২০১৪ সালে কমনওয়েলথ গেমসের সময় রানি দুই অস্ট্রেলীয় হকি খেলোয়াড়ের সঙ্গে হাসিমুখে সেলফি তুলে সবাইকে অবাক করে দিয়েছিলেন।
জাস্টিন ট্রুডো হার মেনেছিলেন রানির রসবোধের কাছে
রানি এলিজাবেথ ২০১৫ সালে মাল্টায় কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে সাক্ষাৎ করেছিলেন। সে সময় ট্রুডো রানিকে বলেছিলেন, ‘আমি কানাডার ১২তম প্রধানমন্ত্রী হিসেবে রানির শাসনামলে দায়িত্ব পালন করছি।’
প্রত্যুত্তরে রানি হাসতে হাসতে বলেছিলেন, ‘ধন্যবাদ কানাডার প্রধানমন্ত্রী, আমাকে এতটা বৃদ্ধ মনে করার জন্য!’ তখন নৈশভোজের টেবিলে হাসির রোল পড়ে যায়।
জর্জ ডব্লিউ বুশের সঙ্গে রানির আড্ডা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে একবার চমৎকার আড্ডা হয়েছিল রানি এলিজাবেথের। সেই আড্ডায় বুশ মুখ ফসকে বলে ফেলেছিলেন, ‘রানি ১৭৭৬ সালে আমেরিকার দ্বিশতবার্ষিকী উদ্যাপন করেছিলেন।’ মূলত ১৯৭৬ বলতে গিয়ে তিনি ভুল করে ১৭৭৬ বলেছিলেন।
রানি তখন এই মুখ ফসকানো ভুল নিয়ে বুশকে খ্যাপাতে শুরু করেন এবং বলেন, ‘আমি ভেবেছিলাম আপনি বোধ হয় এ রকম বলতে শুরু করবেন যে, আমি যখন ১৭৭৬ সালে এখানে ছিলাম...।’
বাকিংহাম প্যালেসে অনুপ্রবেশকারীর সঙ্গে কথা বলেছিলেন রানি
ব্রিটিশ রাজপরিবার নিয়ে তৈরি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’ এর সিজন-৪ এ দেখা গেছে, ১৯৮২ সালে মাইকেল ফ্যাগান নামে একজন অনুপ্রবেশকারী বাকিংহাম প্যালেসে রানির শয়নকক্ষে ঢুকে পড়েছিলেন। এটি প্রাসাদের সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। কিন্তু রানি এ ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগে ভীত না হয়ে ওই অনুপ্রবেশকারীর সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেছিলেন। পরে অবশ্য মাইকেল ফ্যাগানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।
দীর্ঘ কর্মময় এক জীবন শেষে গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। জীবদ্দশায় তিনি তুখোড় রসবোধ ও প্রত্যুৎপন্নমতিত্বের জন্য সারা বিশ্বের দৃষ্টি কেড়েছিলেন। রানির অসাধারণ রসবোধের পাঁচটি ঘটনা নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
সৌদি বাদশাহকে চমকে দিয়েছিলেন রানি
২০০৩ সালে সৌদি বাদশা আবদুল্লাহ স্কটল্যান্ডে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। রানি তখন তাঁকে গাড়ি ভ্রমণের প্রস্তাব দেন। তারপর রানি যখন নিজেই গাড়ি চালাতে শুরু করেন, তখন চমকে ওঠেন এবং অপ্রস্তুত হয়ে পড়েন সৌদি ক্রাউন প্রিন্স। কারণ সৌদিতে তখনো নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। একজন নারী গাড়ি চালাবেন, আর পেছনের সিটে তাঁকে বসে থাকতে হবে—এমন ঘটনায় অভ্যস্ত ছিলেন না বাদশা আবদুল্লাহ। তাই তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যান।
সেলফি তুলেছিলেন দুই অস্ট্রেলীয় হকি খেলোয়াড়ের সঙ্গে
রানি ও রাজপরিবারের প্রতি বিশ্বজুড়ে মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরা মনে করে যে রাজপরিবারের সদস্যরা আড়ালে থাকবেন এবং সাধারণ মানুষের সঙ্গে খুব বেশি মেলামেশা করবেন না। কিন্তু ২০১৪ সালে কমনওয়েলথ গেমসের সময় রানি দুই অস্ট্রেলীয় হকি খেলোয়াড়ের সঙ্গে হাসিমুখে সেলফি তুলে সবাইকে অবাক করে দিয়েছিলেন।
জাস্টিন ট্রুডো হার মেনেছিলেন রানির রসবোধের কাছে
রানি এলিজাবেথ ২০১৫ সালে মাল্টায় কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে সাক্ষাৎ করেছিলেন। সে সময় ট্রুডো রানিকে বলেছিলেন, ‘আমি কানাডার ১২তম প্রধানমন্ত্রী হিসেবে রানির শাসনামলে দায়িত্ব পালন করছি।’
প্রত্যুত্তরে রানি হাসতে হাসতে বলেছিলেন, ‘ধন্যবাদ কানাডার প্রধানমন্ত্রী, আমাকে এতটা বৃদ্ধ মনে করার জন্য!’ তখন নৈশভোজের টেবিলে হাসির রোল পড়ে যায়।
জর্জ ডব্লিউ বুশের সঙ্গে রানির আড্ডা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে একবার চমৎকার আড্ডা হয়েছিল রানি এলিজাবেথের। সেই আড্ডায় বুশ মুখ ফসকে বলে ফেলেছিলেন, ‘রানি ১৭৭৬ সালে আমেরিকার দ্বিশতবার্ষিকী উদ্যাপন করেছিলেন।’ মূলত ১৯৭৬ বলতে গিয়ে তিনি ভুল করে ১৭৭৬ বলেছিলেন।
রানি তখন এই মুখ ফসকানো ভুল নিয়ে বুশকে খ্যাপাতে শুরু করেন এবং বলেন, ‘আমি ভেবেছিলাম আপনি বোধ হয় এ রকম বলতে শুরু করবেন যে, আমি যখন ১৭৭৬ সালে এখানে ছিলাম...।’
বাকিংহাম প্যালেসে অনুপ্রবেশকারীর সঙ্গে কথা বলেছিলেন রানি
ব্রিটিশ রাজপরিবার নিয়ে তৈরি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’ এর সিজন-৪ এ দেখা গেছে, ১৯৮২ সালে মাইকেল ফ্যাগান নামে একজন অনুপ্রবেশকারী বাকিংহাম প্যালেসে রানির শয়নকক্ষে ঢুকে পড়েছিলেন। এটি প্রাসাদের সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। কিন্তু রানি এ ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগে ভীত না হয়ে ওই অনুপ্রবেশকারীর সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেছিলেন। পরে অবশ্য মাইকেল ফ্যাগানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৮ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে