গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে রসবোধসম্পন্ন পোস্টের জন্য সমাদৃত। সবশেষ শুক্রবার (১৯ আগস্ট) একটি অদ্ভুত গেটের ভিডিও শেয়ার করে বাহবা কুড়াচ্ছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাড়ি থেকে একটি গাড়ির গেট দিয়ে বের হচ্ছেন। শুনতে যতটা স্বাভাবিক শোনাচ্ছে, ঠিক ততটা নয়। কারণ গাড়িটি গেটের সঙ্গে এমনভাবে যুক্ত করা যে প্রথম দেখায় অনেকেই দ্বিধায় পড়বেন। ভাববেন, গাড়ি থেকে, নাকি বাড়ি থেকে বের হচ্ছেন!
তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যায়, একটি গাড়ির বডি এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে সদর দরজা খোলা ও বন্ধের সময় গাড়ির চাকা গেটটিকে স্লাইড করতে পারে।
আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি শেয়ার করে একটু অন্যরকম ক্যাপশন জুড়ে দিয়েছেন। অনেকটা নৈর্ব্যক্তিক আকারে লিখেছেন এই ব্যক্তি: ১) একজন গাড়িপ্রেমী? ২) একজন অন্তর্মুখী, যিনি চান না কেউ তাঁর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করুক? ৩) একজন রসবোধসম্পন্ন ও উদ্ভাবনী ব্যক্তি? ৪) ওপরের সবগুলো?
টুইটারে পোস্ট করার পর দারুণ সাড়া পড়েছে। কয়েক ঘণ্টায় কয়েক লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। সেই সঙ্গে ভিন্নরকমের মন্তব্যও করেছেন অনেক। অনেকে এমন ব্যতিক্রমী আইডিয়ার প্রশংসা করেছেন।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে রসবোধসম্পন্ন পোস্টের জন্য সমাদৃত। সবশেষ শুক্রবার (১৯ আগস্ট) একটি অদ্ভুত গেটের ভিডিও শেয়ার করে বাহবা কুড়াচ্ছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাড়ি থেকে একটি গাড়ির গেট দিয়ে বের হচ্ছেন। শুনতে যতটা স্বাভাবিক শোনাচ্ছে, ঠিক ততটা নয়। কারণ গাড়িটি গেটের সঙ্গে এমনভাবে যুক্ত করা যে প্রথম দেখায় অনেকেই দ্বিধায় পড়বেন। ভাববেন, গাড়ি থেকে, নাকি বাড়ি থেকে বের হচ্ছেন!
তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যায়, একটি গাড়ির বডি এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে সদর দরজা খোলা ও বন্ধের সময় গাড়ির চাকা গেটটিকে স্লাইড করতে পারে।
আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি শেয়ার করে একটু অন্যরকম ক্যাপশন জুড়ে দিয়েছেন। অনেকটা নৈর্ব্যক্তিক আকারে লিখেছেন এই ব্যক্তি: ১) একজন গাড়িপ্রেমী? ২) একজন অন্তর্মুখী, যিনি চান না কেউ তাঁর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করুক? ৩) একজন রসবোধসম্পন্ন ও উদ্ভাবনী ব্যক্তি? ৪) ওপরের সবগুলো?
টুইটারে পোস্ট করার পর দারুণ সাড়া পড়েছে। কয়েক ঘণ্টায় কয়েক লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। সেই সঙ্গে ভিন্নরকমের মন্তব্যও করেছেন অনেক। অনেকে এমন ব্যতিক্রমী আইডিয়ার প্রশংসা করেছেন।
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
১ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
২ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৫ দিন আগে