Ajker Patrika

অন্যরকম পাঁজর ভাঙার গল্প! 

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৩: ৪৬
অন্যরকম পাঁজর ভাঙার গল্প! 

কত কারণেই তো মানুষের হাড়গোড় ভেঙে যেতে পারে। তাই বলে আলিঙ্গনের কারণে? চীনের হুনান প্রদেশে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। সেখানকার এক নারী জানিয়েছেন, তাঁর সহকর্মী তাঁকে এতটাই জোরে আলিঙ্গন করেছেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অন্যরকম আলিঙ্গনের ঘটনা ঘটেছে গত বছর। সম্প্রতি চীনের ইউনসি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছেন। 

ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন তাঁর একজন সহকর্মী কথা বলতে বলতে তাঁকে সজোরে আলিঙ্গন করেন। তাঁর আলিঙ্গন এতই তীব্র ছিল যে ওই নারী ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে যান। আস্তে আস্তে তাঁর বুক ও পাঁজরে ব্যথা বাড়তে থাকে। তিনি কিছু ঘরোয়া চিকিৎসাও নেন। কিন্তু অবস্থার খুব একটা হেরফের হয় না তাতে, বরং তাঁর ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে। 

পরদিনও তাঁর ব্যথা যখন কমছিল না, তখন তিনি অনন্যোপায় হয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের বাম দিকে দুটি এবং ডান দিকে একটি হাড় ভেঙে গেছে। 

কী আর করা! কয়েক দিন অফিসে না গিয়ে চিকিৎসা করাতে শুরু করেন তিনি। এতে অবশ্য তাঁর কয়েক দিনের বেতন খোয়া যায়। সঙ্গে যোগ হয় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়। 

সুস্থ হয়ে অফিসে ফিরে এসে তিনি তাঁর সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু সহকর্মী ভদ্রলোক তাঁর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর আলিঙ্গনের কারণেই যে পাঁজর ভেঙেছে, এমন কোনো প্রমাণ নেই। এতে ওই নারী ক্ষুব্ধ হয়ে ইউনসি আদালতে মামলা করেন। 

আদালত সম্প্রতি ওই নারীর পক্ষেই রায় দিয়েছেন এবং সহকর্মী ব্যক্তিটিকে ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত