অনলাইন ডেস্ক
কত কারণেই তো মানুষের হাড়গোড় ভেঙে যেতে পারে। তাই বলে আলিঙ্গনের কারণে? চীনের হুনান প্রদেশে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। সেখানকার এক নারী জানিয়েছেন, তাঁর সহকর্মী তাঁকে এতটাই জোরে আলিঙ্গন করেছেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অন্যরকম আলিঙ্গনের ঘটনা ঘটেছে গত বছর। সম্প্রতি চীনের ইউনসি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছেন।
ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন তাঁর একজন সহকর্মী কথা বলতে বলতে তাঁকে সজোরে আলিঙ্গন করেন। তাঁর আলিঙ্গন এতই তীব্র ছিল যে ওই নারী ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে যান। আস্তে আস্তে তাঁর বুক ও পাঁজরে ব্যথা বাড়তে থাকে। তিনি কিছু ঘরোয়া চিকিৎসাও নেন। কিন্তু অবস্থার খুব একটা হেরফের হয় না তাতে, বরং তাঁর ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে।
পরদিনও তাঁর ব্যথা যখন কমছিল না, তখন তিনি অনন্যোপায় হয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের বাম দিকে দুটি এবং ডান দিকে একটি হাড় ভেঙে গেছে।
কী আর করা! কয়েক দিন অফিসে না গিয়ে চিকিৎসা করাতে শুরু করেন তিনি। এতে অবশ্য তাঁর কয়েক দিনের বেতন খোয়া যায়। সঙ্গে যোগ হয় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়।
সুস্থ হয়ে অফিসে ফিরে এসে তিনি তাঁর সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু সহকর্মী ভদ্রলোক তাঁর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর আলিঙ্গনের কারণেই যে পাঁজর ভেঙেছে, এমন কোনো প্রমাণ নেই। এতে ওই নারী ক্ষুব্ধ হয়ে ইউনসি আদালতে মামলা করেন।
আদালত সম্প্রতি ওই নারীর পক্ষেই রায় দিয়েছেন এবং সহকর্মী ব্যক্তিটিকে ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কত কারণেই তো মানুষের হাড়গোড় ভেঙে যেতে পারে। তাই বলে আলিঙ্গনের কারণে? চীনের হুনান প্রদেশে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। সেখানকার এক নারী জানিয়েছেন, তাঁর সহকর্মী তাঁকে এতটাই জোরে আলিঙ্গন করেছেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অন্যরকম আলিঙ্গনের ঘটনা ঘটেছে গত বছর। সম্প্রতি চীনের ইউনসি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছেন।
ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন তাঁর একজন সহকর্মী কথা বলতে বলতে তাঁকে সজোরে আলিঙ্গন করেন। তাঁর আলিঙ্গন এতই তীব্র ছিল যে ওই নারী ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে যান। আস্তে আস্তে তাঁর বুক ও পাঁজরে ব্যথা বাড়তে থাকে। তিনি কিছু ঘরোয়া চিকিৎসাও নেন। কিন্তু অবস্থার খুব একটা হেরফের হয় না তাতে, বরং তাঁর ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে।
পরদিনও তাঁর ব্যথা যখন কমছিল না, তখন তিনি অনন্যোপায় হয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের বাম দিকে দুটি এবং ডান দিকে একটি হাড় ভেঙে গেছে।
কী আর করা! কয়েক দিন অফিসে না গিয়ে চিকিৎসা করাতে শুরু করেন তিনি। এতে অবশ্য তাঁর কয়েক দিনের বেতন খোয়া যায়। সঙ্গে যোগ হয় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়।
সুস্থ হয়ে অফিসে ফিরে এসে তিনি তাঁর সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু সহকর্মী ভদ্রলোক তাঁর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর আলিঙ্গনের কারণেই যে পাঁজর ভেঙেছে, এমন কোনো প্রমাণ নেই। এতে ওই নারী ক্ষুব্ধ হয়ে ইউনসি আদালতে মামলা করেন।
আদালত সম্প্রতি ওই নারীর পক্ষেই রায় দিয়েছেন এবং সহকর্মী ব্যক্তিটিকে ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
৩ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
৩ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৭ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৮ দিন আগে