আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের খবরে বলা হয়েছে, মাসে প্রায় ১ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা বেশি আয় করছেন তিনি। এমিলির মতো বহু আমেরিকান মা এখন বুকের দুধ বিক্রি করছেন, যা দেশটিতে সম্প্রতি গড়ে ওঠা একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিফলন।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন’ বা এমএএইচএ—মাহা আন্দোলনের প্রভাব বাড়ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি শিশুকে প্যাকেটজাত খাবার খাওয়ানোর চেয়ে মায়ের বুকের দুধ পান করানোর ওপর জোর দিচ্ছেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও একধরনের প্রভাব দেখা যাচ্ছে। অনেক মা সামাজিক যোগাযোগমাধ্যমে বুকের দুধ পান করানোর অভিজ্ঞতা খোলামেলা শেয়ার করছেন, যা অন্য মায়েদেরও উৎসাহিত করছে। আগের বহুল ব্যবহৃত স্লোগান ছিল ‘ফেড ইজ বেস্ট’ (যা খাওয়ানো যায়, তাই ভালো), এখন তা পাল্টে ‘ব্রেস্ট ইজ বেস্ট’ (বুকের দুধই সর্বোত্তম)-এ রূপ নিচ্ছে।
তবে সব মা বুকের দুধ যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারেন না। সংক্ষিপ্ত মাতৃত্বকালীন ছুটি, ওষুধ সেবন কিংবা স্বাস্থ্যগত জটিলতার কারণে অনেকে বিকল্প খোঁজেন। তখনই এমিলি এনজারের মতো ‘ওভারসাপ্লায়ারদের’ খোঁজ পড়ে।
এমিলির বুকের দুধের নিয়মিত ক্রেতা ফ্লোরিডার ফোর্ট লডারডেলের বাসিন্দা ব্রিয়ানা ওয়েস্টল্যান্ড। বয়স ৩৬। চার মাস বয়সী কন্যাশিশুর জন্য তিনি প্রতি মাসে প্রায় ১ হাজার ২০০ ডলার খরচ করছেন বুকের দুধ কিনতে। কারণ, তাঁর মতে, এর পুষ্টিগুণ ফর্মুলার চেয়ে অনেক বেশি।
দ্য টাইমসকে ব্রিয়ানা বলেন, ‘আমার মা আমাকে ফর্মুলা খাইয়েছেন, আমার বন্ধুরাও তাই। তখনকার দিনে মনে করা হতো, এটা সমান ভালো। কিন্তু এখন আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলছি। ফর্মুলায় এত উপাদান থাকে, যেগুলো আমরা এখন বিস্তারিত যাচাই করছি।’
এদিকে, এমিলি যেহেতু প্রচুর পরিমাণে বুকের দুধ উৎপাদন করতে পারেন, তাই কখনো কখনো দিনে ৮০ থেকে ১০০ আউন্স অতিরিক্ত দুধ পাম্প করেন তিনি। এখন পর্যন্ত কয়েক হাজার আউন্স দুধ বিক্রি করেছেন। তিনি বলেন, ‘শুরুর দিকে ভেবেছিলাম, ফ্রিজে পড়ে থাকা এই দুধটা হয়তো বিনা মূল্যে দিয়ে দেব। কিন্তু তারপর ভাবলাম, দোকানে গিয়ে তো কেউ দুধ বা ফর্মুলা বিনা পয়সায় নিতে পারে না। এমনকি পারলারে গেলেও ফ্রি হেয়ারকাট পাওয়া যায় না। এই দুধ উৎপাদনে সময় ও শক্তি খরচ হচ্ছে, তারও একটা মূল্য থাকা উচিত।’
বুকের দুধ নিয়ে সামাজিক কটাক্ষ ও বিরোধিতা অনেকটাই কেটে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজারব্যবস্থাও। চলতি বছরের মার্চে ‘ফ্রিডা’ নামের জনপ্রিয় একটি শিশুপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের নতুন হ্যান্ড পাম্প বাজারে ছাড়ার উপলক্ষে ঘোষণা দেয়, তারা বুকের দুধের স্বাদের আইসক্রিম তৈরি করবে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রে বুকের দুধ এখন শুধু মাতৃত্বের প্রতীক নয়, অর্থনীতির অংশও হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের খবরে বলা হয়েছে, মাসে প্রায় ১ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা বেশি আয় করছেন তিনি। এমিলির মতো বহু আমেরিকান মা এখন বুকের দুধ বিক্রি করছেন, যা দেশটিতে সম্প্রতি গড়ে ওঠা একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিফলন।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন’ বা এমএএইচএ—মাহা আন্দোলনের প্রভাব বাড়ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি শিশুকে প্যাকেটজাত খাবার খাওয়ানোর চেয়ে মায়ের বুকের দুধ পান করানোর ওপর জোর দিচ্ছেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও একধরনের প্রভাব দেখা যাচ্ছে। অনেক মা সামাজিক যোগাযোগমাধ্যমে বুকের দুধ পান করানোর অভিজ্ঞতা খোলামেলা শেয়ার করছেন, যা অন্য মায়েদেরও উৎসাহিত করছে। আগের বহুল ব্যবহৃত স্লোগান ছিল ‘ফেড ইজ বেস্ট’ (যা খাওয়ানো যায়, তাই ভালো), এখন তা পাল্টে ‘ব্রেস্ট ইজ বেস্ট’ (বুকের দুধই সর্বোত্তম)-এ রূপ নিচ্ছে।
তবে সব মা বুকের দুধ যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারেন না। সংক্ষিপ্ত মাতৃত্বকালীন ছুটি, ওষুধ সেবন কিংবা স্বাস্থ্যগত জটিলতার কারণে অনেকে বিকল্প খোঁজেন। তখনই এমিলি এনজারের মতো ‘ওভারসাপ্লায়ারদের’ খোঁজ পড়ে।
এমিলির বুকের দুধের নিয়মিত ক্রেতা ফ্লোরিডার ফোর্ট লডারডেলের বাসিন্দা ব্রিয়ানা ওয়েস্টল্যান্ড। বয়স ৩৬। চার মাস বয়সী কন্যাশিশুর জন্য তিনি প্রতি মাসে প্রায় ১ হাজার ২০০ ডলার খরচ করছেন বুকের দুধ কিনতে। কারণ, তাঁর মতে, এর পুষ্টিগুণ ফর্মুলার চেয়ে অনেক বেশি।
দ্য টাইমসকে ব্রিয়ানা বলেন, ‘আমার মা আমাকে ফর্মুলা খাইয়েছেন, আমার বন্ধুরাও তাই। তখনকার দিনে মনে করা হতো, এটা সমান ভালো। কিন্তু এখন আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলছি। ফর্মুলায় এত উপাদান থাকে, যেগুলো আমরা এখন বিস্তারিত যাচাই করছি।’
এদিকে, এমিলি যেহেতু প্রচুর পরিমাণে বুকের দুধ উৎপাদন করতে পারেন, তাই কখনো কখনো দিনে ৮০ থেকে ১০০ আউন্স অতিরিক্ত দুধ পাম্প করেন তিনি। এখন পর্যন্ত কয়েক হাজার আউন্স দুধ বিক্রি করেছেন। তিনি বলেন, ‘শুরুর দিকে ভেবেছিলাম, ফ্রিজে পড়ে থাকা এই দুধটা হয়তো বিনা মূল্যে দিয়ে দেব। কিন্তু তারপর ভাবলাম, দোকানে গিয়ে তো কেউ দুধ বা ফর্মুলা বিনা পয়সায় নিতে পারে না। এমনকি পারলারে গেলেও ফ্রি হেয়ারকাট পাওয়া যায় না। এই দুধ উৎপাদনে সময় ও শক্তি খরচ হচ্ছে, তারও একটা মূল্য থাকা উচিত।’
বুকের দুধ নিয়ে সামাজিক কটাক্ষ ও বিরোধিতা অনেকটাই কেটে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজারব্যবস্থাও। চলতি বছরের মার্চে ‘ফ্রিডা’ নামের জনপ্রিয় একটি শিশুপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের নতুন হ্যান্ড পাম্প বাজারে ছাড়ার উপলক্ষে ঘোষণা দেয়, তারা বুকের দুধের স্বাদের আইসক্রিম তৈরি করবে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রে বুকের দুধ এখন শুধু মাতৃত্বের প্রতীক নয়, অর্থনীতির অংশও হয়ে উঠছে।
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
১ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৭ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৮ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১০ দিন আগে