মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।
ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’
প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।
শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।
ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’
চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।
নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।
এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।
ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’
প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।
শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।
ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’
চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।
নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।
এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২৪ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২০ এপ্রিল ২০২৫সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৫গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫