মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।
ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’
প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।
শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।
ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’
চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।
নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।
এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।
ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’
প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।
শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।
ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’
চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।
নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।
এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
৬ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
২ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগে