Ajker Patrika

হাতির বাচ্চার চেয়ারে বসার চেষ্টা, অতঃপর যা ঘটল

অনলাইন ডেস্ক
সেই হাতির বাচ্চা। ছবি: সংগৃহীত
সেই হাতির বাচ্চা। ছবি: সংগৃহীত

ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।

সবার মন ছুঁয়ে যাওয়া এই ভিডিও শেয়ার করা হয়েছে,@tuskershelter নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি সম্ভবত থাইল্যান্ডের হবে। কারণ, ভিডিওর ক্যাপশনটি লিখা ছিল থাই ভাষায়। ভিডিওটিতে দেখা যায়, একটি ছোট্ট হাতির বাচ্চা একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ছোট্ট হাতিটি তার ছোট ছোট পা দিয়ে ভারসাম্য বজায় রেখে চেয়ারের উচ্চতায় ওঠার চেষ্টা করছে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর, হাতির ছানাটি চেয়ারটিকে ধাক্কা দেয়, ফলে চেয়ারটি পড়ে যায়। আশপাশে থাকা মানুষজন ছোট্ট হাতির এই আদুরে ‘রাগ’ ক্যামেরাবন্দী করেন।

পরের আরও দেখা যায়, হাতির বাচ্চাটি মাটিতে পড়ে থাকা ভাঁজ করা চেয়ারটিকে শুঁড় দিয়ে নেড়েচেড়ে দেখছে, যেন সেটি খুলতে চাইছে এবং আরও একবার চেষ্টা করতে চাইছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘চেয়ারে একটু শান্তভাবে বসতে চেয়েছিলাম, কিন্তু চেয়ার বোঝে না। শান্ত থাকার একটি ছোট্ট ইচ্ছা, যা একটি দ্বিধাগ্রস্ত চেয়ারের সঙ্গে পূরণ হয়নি।’ ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ছোট্ট হাতির বাচ্চাটির এই আদুরে কর্মকাণ্ড দেখে মুগ্ধ হয়েছেন।

এক ব্যবহারকারী ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, ‘ছোট্ট হাতির জন্য আরও বড় চেয়ার দরকার, কী মিষ্টি!’ অন্য একজন যোগ করেছেন, ‘এত নিষ্পাপ এবং নিরীহ বাচ্চা। অমূল্য। অনেক ভালোবাসা।’

এই প্রথম নয় যে, হাতির বাচ্চার ভিডিও ইন্টারনেট দুনিয়াকে মুগ্ধ করেছে। কয়েক দিন আগেও, একটি হাতির বাচ্চাকে দেখা গিয়েছে চেয়ারে বসা এক ব্যক্তিকে আলিঙ্গন করতে। সেই ভিডিওতে, হাতির বাচ্চাকে দেখা যায় ধীরে ধীরে চেয়ারে বসা এক ব্যক্তির কাছে আসতে। এরপরই আসে একটি সুন্দর মুহূর্ত, যখন ছোট্ট হাতিটি তার শুঁড় এবং ছোট শরীর দিয়ে লোকটিকে জড়িয়ে ধরে, যা দেখে দর্শকেরা আনন্দে আপ্লুত হয়েছিলেন।

একইভাবে, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি হাতি এক ব্যক্তির সঙ্গে স্নান উপভোগ করছিল। এমন সময় সে একটি অপ্রত্যাশিত ছোট্ট অতিথিকে আবিষ্কার করে—একটি ছোট ব্যাঙ। আকারে তুলনামূলকভাবে বড় হওয়া সত্ত্বেও, হাতির বাচ্চাটি দারুণ শান্ত ভাব বজায় রেখেছিল এবং সাবধানে সেই ব্যাঙটিকে এড়িয়ে চলার চেষ্টা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত