Ajker Patrika

বলিভিয়ার লবণরাজ্যে আছে লবণের হোটেলও

ইশতিয়াক হাসান
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১১: ০৬
বলিভিয়ার লবণরাজ্যে আছে লবণের হোটেলও

দক্ষিণ-পশ্চিম বলিভিয়ায়, আন্দিজ পর্বতমালার ধারেই সালার দে উয়ুনির অবস্থান। দক্ষিণ আমেরিকার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি হিসেবে একে বিবেচনা করেন অনেকেই। বিশেষ করে আলোকচিত্রীদের ভিড় লেগে থাকে এখানে বারো মাস। কিন্তু কী আছে এই জায়গায় যে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা? 

১০ হাজার ৫৮২ বর্গকিলোমিটার আয়তনের এই অঞ্চল আসলে পৃথিবীর সবচেয়ে বড় সল্ট ফ্ল্যাট বা লবণের তৈরি সমতল ভূমি। ধারণা করা হয়, এখানে ১ হাজার কোটি টন লবণ সঞ্চিত আছে। শুকনো মৌসুমে যত দূর চোখ যায় কেবল শুকনো লবণই দেখবেন। তবে বর্ষায় পরিস্থিতি বদলে যায়। পাশের পোপু হ্রদের পানি উপচে পড়ে। আর এই পানি চলে আসে সালার দে কয়পাসা ও সালার দে উয়ুনির ওপর। লবণরাজ্যের ওপরে জমা হওয়া পানির পাতলা একটা আবরণ বিশাল খোলা আকাশের নিচে অদ্ভুত সুন্দর এক চেহারা দেয়। মূলত লবণরাজ্যের ওপরের পানিতে নীল আকাশ, গাড়ি, পর্যটকসহ সবকিছুর প্রতিফলনেই এই সৌন্দর্যের জন্ম।

আবার সালার দে উয়ুনির লবণের তৈরি হোটেলগুলোও টানে পর্যটকদের। এখানে একটা কি দুটো রাত কাটানোর লোভ সামলাতে পারেন না তাঁরা। 

বর্ষায় সবচেয়ে সুন্দর সালার দে উয়ুনিকিন্তু এত লবণ এখানে এলো কীভাবে? ৩০ থেকে ৪০ হাজার বছর আগে লেক মিনচিন নামের বিশাল এক হ্রদের অংশ ছিল জায়গাটি। পরের হাজার হাজার বছরে হ্রদটির বেশ কিছু পরিবর্তন আসে। একপর্যায়ে বিশাল ওই হ্রদের অনেকটাই শুকিয়ে যায়, আর এর থেকে জন্ম হয় নতুন দুই হ্রদ পোপু ও উরু উরু, সেই সঙ্গে লবণের দুটি মরুভূমি বা সমতল ভূমির। এ দুটি লবণের সমতলভূমির নাম সালার দে কয়পাসা ও সালার দে উয়ুনি। এদের মধ্যে আবার সালার দে উয়ুনি আকারে অনেকটা বড় আর বেশি বিখ্যাত। তাই লবণের দুটি সমতল থাকলেও এর নামেই পরিচিতি পেয়েছে বেশি।

সালার দে উয়ুনির সমতলের নিচে আছে ২ থেকে ২০ মিটার গভীর লবণের এক হ্রদ। এটি আবার ঢাকা থাকে ১০ সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত পুরু কঠিন লবণের আবরণ দিয়ে। সালার দে কয়পাসা ও সালার দে উয়ুনির মাঝখানে আছে কিছু দ্বীপের মতো। মিনচিন হ্রদের জমানায় প্রাচীন যেসব আগ্নেয়গিরি তলিয়ে যায়, সেগুলোর চূড়া এই দ্বীপগুলো।

লবণরাজ্য বর্ষায় কাজ করে আয়নারএই লবণরাজ্যের আরেক আশ্চর্য ব্যাপার হলো এখানকার লবণের হোটেল। দেয়াল, মেঝে, ছাদ, আসবাব এমনকি ভেতরের ভাস্কর্য—সবই তৈরি লবণ দিয়ে। মজার ব্যাপার হলো, লবণের চাঁই থেকে তৈরি হওয়ায় প্রতি ১০-১৫ বছরে এগুলো নতুন করে তৈরি করতে হয়। কারণ বৃষ্টিতে এই লবণের হোটেলের বেশ ক্ষতি হয়। 

হোটেল পেলাসিও দে সাল হলো এই হোটেলগুলোর একটি। এটি পৃথিবীর প্রথম লবণের হোটেল। এক ডজনের মতো কামরা আছে এতে। লম্বা হলওয়ে ধরে কামরাগুলোর দিকে যাওয়ার সময় রেস্তোরাঁ, উপহারের দোকানসহ লবণের অনেক ভাস্কর্যের দেখা পাবেন।

জমে থাকা লবণের স্তূপ। এমন আরেকটি লবণের হোটেল হলো হোটেল দে সাল লুনা সালাদা। উয়ুনির লবণরাজ্যের ঠিক বাইরেই এর অবস্থান। লবণরাজ্যের দিকে মুখ করা কামরাগুলো থেকে চারপাশের অসাধারণ সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে।

হোটেল পেলাসিও দে সালের দেয়ালসহ অনেক কিছুই লবণের তৈরিকীভাবে যাবেন
অবস্থান বলিভিয়ায় হলেও চিলি আর আর্জেন্টিনা সীমান্ত থেকে খুব দূরে নয় জায়গাটি। বেশির ভাগ পর্যটক বলিভিয়ার লা পাজ থেকে উয়ুনি যান আগে। সেখান থেকে দিনে দিনেও ঘুরে আসা যায় লবণরাজ্যে। আবার আর্জেন্টিনা হয়ে আসা পর্যটকেরা সাধারণত আগে যান বলিভিয়ার টুপিজায়। সেখান থেকে অন্য গন্তব্যের পাশাপাশি ঘুরে আসেন লবণরাজ্যেও। 

লবণরাজ্যে পাহাড়কখন যাবেন
বর্ষার সময়, মানে ডিসেম্বর থেকে এপ্রিলে পর্যটকেরা আসেন বেশি। কারণ এ সময় এখানকার সেই বিখ্যাত মিরর ইফেক্ট বা পানিতে আশ্চর্য প্রতিফলন দেখার ও ছবি তোলার সুযোগ মেলে। তবে ডিসেম্বর-জানুয়ারির দিকে প্রবল বৃষ্টির কারণে কখনো কখনো ট্যুর বাতিলের ঘটনাও ঘটে। এদিকে শুকনো মৌসুমে অর্থাৎ মে থেকে নভেম্বর পর্যন্ত আবহাওয়া থাকে তুলনামূলক শীতল, জমি থাকে শক্ত। পর্যটকেরা লবণের সমতলের ওপর গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতে পারেন। সবকিছু মিলিয়ে এখন আপনার সিদ্ধান্ত কোন সময় যাবেন। তবে যখনই যান না কেন, সালার দে উয়ুনি যে আপনাকে মুগ্ধ করবে, এ নিয়ে বাজি ধরা যায় অনায়াসে। 

সূত্র: অ্যামিউজিং প্ল্যানেট, গ্লোবাল গাইড, ন্যাশনাল জিওগ্রাফিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত