দর্শকপূর্ণ দুবাইয়েই বিশ্বকাপ ফাইনাল চান সৌরভ
মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, তিন মিটার দূরত্ব বজায়সহ আরও অনেক করোনাবিধির বেড়াজালে বন্দী বিশ্ব। আর ক্রীড়া আসরগুলো বন্দী জৈব সুরক্ষা বলয় নামের এক খাঁচায়। করোনার ধকল কাটিয়ে ২২ গজে ক্রিকেট ফিরলেও সেভাবে ফেরানো হয়নি ‘মাঠের প্রাণ’ দর্শকদের।