ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনের গল্প নিয়ে তৈরি হবে ছবি। এ খবর প্রকাশের পর থেকেই দর্শকরা অপেক্ষায় আছেন এটা জানার জন্য যে, পর্দায় সৌরভ হবেন কে! অনেকেরই নাম উঠে আসছিল এ তালিকায়। তবে সবাইকে ছাপিয়ে শোনা যাচ্ছিল রণবীর কাপুরের নাম।
কিন্তু সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করতে নাকি আগ্রহী নন রণবীর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রযোজনা সংস্থাকে নাকি রণবীর বলেছেন, ‘সৌরভের বায়োপিকের জন্য আমি পারফেক্ট নই। কারণ ক্রিকেট খেলা আমার একেবারেই ভাল লাগে না। আমি ফুটবলপ্রেমী। ক্রিকেটের প্রতি ভালবাসা না থাকলে, সৌরভের বায়োপিকে অভিনয় করা উচিত নয়।’
বায়োপিকে অভিনয়ের জন্য সৌরভের চরিত্রে রণবীর ছাড়াও শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। বিষয়টি নিয়ে পরমব্রত নিজেও বলেছেন, ‘এই বায়োপিকের অফার পেলে অবশ্যই আমি করব।’
তবে পরমব্রতকে নিয়ে নাকি আগ্রহী নন প্রযোজক। কারণ, এ চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজনা সংস্থা এমন কাউকে খুঁজছেন যিনি সারা ভারতে পরিচিত। বায়োপিক তৈরির খবর ছড়ানোর পর বহু জন সৌরভকেই নিজের ভূমিকায় দেখতে চেয়েছেন। উপস্থাপনা আর বিজ্ঞাপনে মডেলিং করে ক্যামেরার সামনে এখন বেশ সাবলীল সৌরভ। তাই নিজের চরিত্রে তিনিই অভিনয় করলে ভালোই হবে, এটা অনেকেরই মত। রণবীরের কাছ থেকে ‘না’ শোনার পর কি সেই সম্ভাবনা তৈরি হচ্ছে?
এখনই কিছু বোঝা যাচ্ছে না। চূড়ান্ত চিত্রনাট্য তৈরির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রযোজক।
ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনের গল্প নিয়ে তৈরি হবে ছবি। এ খবর প্রকাশের পর থেকেই দর্শকরা অপেক্ষায় আছেন এটা জানার জন্য যে, পর্দায় সৌরভ হবেন কে! অনেকেরই নাম উঠে আসছিল এ তালিকায়। তবে সবাইকে ছাপিয়ে শোনা যাচ্ছিল রণবীর কাপুরের নাম।
কিন্তু সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করতে নাকি আগ্রহী নন রণবীর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রযোজনা সংস্থাকে নাকি রণবীর বলেছেন, ‘সৌরভের বায়োপিকের জন্য আমি পারফেক্ট নই। কারণ ক্রিকেট খেলা আমার একেবারেই ভাল লাগে না। আমি ফুটবলপ্রেমী। ক্রিকেটের প্রতি ভালবাসা না থাকলে, সৌরভের বায়োপিকে অভিনয় করা উচিত নয়।’
বায়োপিকে অভিনয়ের জন্য সৌরভের চরিত্রে রণবীর ছাড়াও শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। বিষয়টি নিয়ে পরমব্রত নিজেও বলেছেন, ‘এই বায়োপিকের অফার পেলে অবশ্যই আমি করব।’
তবে পরমব্রতকে নিয়ে নাকি আগ্রহী নন প্রযোজক। কারণ, এ চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজনা সংস্থা এমন কাউকে খুঁজছেন যিনি সারা ভারতে পরিচিত। বায়োপিক তৈরির খবর ছড়ানোর পর বহু জন সৌরভকেই নিজের ভূমিকায় দেখতে চেয়েছেন। উপস্থাপনা আর বিজ্ঞাপনে মডেলিং করে ক্যামেরার সামনে এখন বেশ সাবলীল সৌরভ। তাই নিজের চরিত্রে তিনিই অভিনয় করলে ভালোই হবে, এটা অনেকেরই মত। রণবীরের কাছ থেকে ‘না’ শোনার পর কি সেই সম্ভাবনা তৈরি হচ্ছে?
এখনই কিছু বোঝা যাচ্ছে না। চূড়ান্ত চিত্রনাট্য তৈরির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রযোজক।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে