Ajker Patrika

সৌরভের বায়োপিকে অভিনয়ে আগ্রহী নন রণবীর

সৌরভের বায়োপিকে অভিনয়ে আগ্রহী নন রণবীর

ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনের গল্প নিয়ে তৈরি হবে ছবি। এ খবর প্রকাশের পর থেকেই দর্শকরা অপেক্ষায় আছেন এটা জানার জন্য যে, পর্দায় সৌরভ হবেন কে! অনেকেরই নাম উঠে আসছিল এ তালিকায়। তবে সবাইকে ছাপিয়ে শোনা যাচ্ছিল রণবীর কাপুরের নাম।

কিন্তু সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করতে নাকি আগ্রহী নন রণবীর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রযোজনা সংস্থাকে নাকি রণবীর বলেছেন, ‘সৌরভের বায়োপিকের জন্য আমি পারফেক্ট নই। কারণ ক্রিকেট খেলা আমার একেবারেই ভাল লাগে না। আমি ফুটবলপ্রেমী। ক্রিকেটের প্রতি ভালবাসা না থাকলে, সৌরভের বায়োপিকে অভিনয় করা উচিত নয়।’

বায়োপিকে অভিনয়ের জন্য সৌরভের চরিত্রে রণবীর ছাড়াও শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। বিষয়টি নিয়ে পরমব্রত নিজেও বলেছেন, ‘এই বায়োপিকের অফার পেলে অবশ্যই আমি করব।’

তবে পরমব্রতকে নিয়ে নাকি আগ্রহী নন প্রযোজক। কারণ, এ চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজনা সংস্থা এমন কাউকে খুঁজছেন যিনি সারা ভারতে পরিচিত। বায়োপিক তৈরির খবর ছড়ানোর পর বহু জন সৌরভকেই নিজের ভূমিকায় দেখতে চেয়েছেন। উপস্থাপনা আর বিজ্ঞাপনে মডেলিং করে ক্যামেরার সামনে এখন বেশ সাবলীল সৌরভ। তাই নিজের চরিত্রে তিনিই অভিনয় করলে ভালোই হবে, এটা অনেকেরই মত। রণবীরের কাছ থেকে ‘না’ শোনার পর কি সেই সম্ভাবনা তৈরি হচ্ছে?

এখনই কিছু বোঝা যাচ্ছে না। চূড়ান্ত চিত্রনাট্য তৈরির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রযোজক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত