সৌরভ-কোহলির কথার দ্বন্দ্বে ভারতীয় বোর্ডকে এক হাত নিলেন শোয়েব
সৌরভ গাঙ্গুলি বনাম বিরাট কোহলি—টালমাটাল ভারতের ক্রিকেট এখন দুই ভাগে বিভক্ত। তাঁদের কথার লড়াইয়ে কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভের পক্ষ নিচ্ছেন, আবার কেউ রঙিন পোশাকের নেতৃত্ব হারানো কোহলির পাশে দাঁড়াচ্ছেন। তবে এই বিতর্কে শোয়েব আখতার কারও হয়ে কথা বললেন না; বরং দায়ী করলেন বিসিসিআইকে।