Ajker Patrika

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। 

করোনা পজিটিভের রিপোর্ট হাতে পাওয়ার পর কোনো ঝুঁকি না নিতে সৌরভকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শরীরে তেমন উপসর্গ নেই বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমের। 

এ বছর এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হতে হলো সৌরভকে। জানুয়ারিতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় অ্যানজিওপ্লাস্টি করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। তিন সপ্তাহের মধ্যে বুকে ব্যথা অনুভব করায় দ্বিতীয় দফা অ্যানজিওপ্লাস্টি করে দুটি স্টেন্টও বসানো হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার ডাবল ডোজ টিকা নেওয়া আছে সৌরভের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল রাতেই সৌরভকে উডল্যান্ড নার্সিং হোমে নেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত