Ajker Patrika

হুমকি দেওয়া সাংবাদিকের নাম বলবেন না ঋদ্ধিমান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৪
হুমকি দেওয়া সাংবাদিকের নাম বলবেন না ঋদ্ধিমান

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম ঋদ্ধিমান সাহা। দলে রাখার ব্যাপারে সৌরভ গাঙ্গুলী আশ্বস্ত করলেও রাহুল দ্রাবিড় নাকি অবসরের পরামর্শ দিয়েছিলেন তাঁকে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের দলে জায়গা না পাওয়ার হতাশায় এসব কথা জানান সাহা। তবে এসবের বাইরে সাহার একটি টুইট এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে আলোচনার ঝড় তুলেছে।

ইন্টারভিউ দিতে না চাওয়ায় এক সাংবাদিক সাহাকে হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। হুমকি পাওয়া সেই বার্তার স্ক্রিনশট নিজের টুইটারে প্রকাশ করেন এই উইকেটকিপার ব্যাটার। তিনি লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে আমার সব রকম অবদানের পর একজন তথাকথিত ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে আমি এটার (হুমকি) মুখোমুখি! সাংবাদিকতা এমন পর্যায়ে চলে গেছে।’ এর পরই তোলপাড় শুরু হয়। হুমকি পাওয়ার বিষয়ে সাহার কাছে ব্যাখ্যা চাইবে বলে জানায় বিসিসিআই। 

তবে সেই সাংবাদিকের নাম প্রকাশ করবেন না বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাহা! এই উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘আমার সঙ্গে এখনো বিসিসিআইয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। যদি তারা আমার কাছে সাংবাদিকের নাম জানতে চায়, আমি বলব। কারও ক্যারিয়ারের ক্ষতি করা কিংবা তাকে ছোট করার চিন্তা আমার মাথায় ছিল না। সে জন্য টুইটে আমি তার নাম প্রকাশ করিনি। আমার মা-বাবা এমন কিছু শিক্ষা দেয়নি।’ 

টুইটের উদ্দেশ্য জানিয়ে সাহা আরও বলেছেন, ‘আমার টুইটের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষকে জানানো যে মিডিয়ার কেউ একজন এমন কিছু করছে। খেলোয়াড়দের চাওয়াকে অসম্মান করছে। এটা একদমই ঠিক নয়। যে করেছে, সে এটা ভালো করে জানে। আমি টুইটটা সবার সামনে আনার চেষ্টা করেছি, যাতে অন্য কোনো খেলোয়াড়কে এ ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে না হয়। কাজটা যে ভুল এবং যে কেউ এমন কিছু করতে পারে না, আমি সেই বার্তাটা দিতে চেয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত