Ajker Patrika

সৌরভের রহস্যময় টুইট, ক্রিকেট ছাড়ার আভাস

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের রহস্যময় টুইট বার্তায় ক্রিকেটের সঙ্গে তাঁর পাট চুকানোর আভাস আছে। ভারতীয় গণমাধ্যম অবশ্য জানাচ্ছে, জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন সৌরভ।

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভের। এরপর খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ছিলেন ক্রিকেটের সঙ্গেই। সংগঠক হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন ২০১৯ সালে। সবমিলিয়ে ৩০ বছরের পথচলা।

টুইটে এসব কথা মনে করিয়ে দিয়ে সৌরভ লিখেছেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের যাত্রা শুরু করার পর ২০২২ সালে ৩০ বছর পূর্ণ হয়েছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার এই যাত্রার অংশ ছিলেন।'

ক্রিকেট ছেড়ে এবার অন্য কিছু ভাবছেন সৌরভ। তবে তা পরিষ্কার করেননি। জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাতেও সাবেক ভারতীয় অধিনায়ক সেই সমর্থকদের সমর্থন চেয়েছেন, ‘আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যা অনেক মানুষের উপকারে আসবে। আশা করি জীবনের নতুন অধ্যায়ে আপনাদের সমর্থন পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত