ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের রহস্যময় টুইট বার্তায় ক্রিকেটের সঙ্গে তাঁর পাট চুকানোর আভাস আছে। ভারতীয় গণমাধ্যম অবশ্য জানাচ্ছে, জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন সৌরভ।
১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভের। এরপর খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ছিলেন ক্রিকেটের সঙ্গেই। সংগঠক হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন ২০১৯ সালে। সবমিলিয়ে ৩০ বছরের পথচলা।
টুইটে এসব কথা মনে করিয়ে দিয়ে সৌরভ লিখেছেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের যাত্রা শুরু করার পর ২০২২ সালে ৩০ বছর পূর্ণ হয়েছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার এই যাত্রার অংশ ছিলেন।'
ক্রিকেট ছেড়ে এবার অন্য কিছু ভাবছেন সৌরভ। তবে তা পরিষ্কার করেননি। জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাতেও সাবেক ভারতীয় অধিনায়ক সেই সমর্থকদের সমর্থন চেয়েছেন, ‘আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যা অনেক মানুষের উপকারে আসবে। আশা করি জীবনের নতুন অধ্যায়ে আপনাদের সমর্থন পাব।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের রহস্যময় টুইট বার্তায় ক্রিকেটের সঙ্গে তাঁর পাট চুকানোর আভাস আছে। ভারতীয় গণমাধ্যম অবশ্য জানাচ্ছে, জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন সৌরভ।
১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভের। এরপর খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ছিলেন ক্রিকেটের সঙ্গেই। সংগঠক হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন ২০১৯ সালে। সবমিলিয়ে ৩০ বছরের পথচলা।
টুইটে এসব কথা মনে করিয়ে দিয়ে সৌরভ লিখেছেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের যাত্রা শুরু করার পর ২০২২ সালে ৩০ বছর পূর্ণ হয়েছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার এই যাত্রার অংশ ছিলেন।'
ক্রিকেট ছেড়ে এবার অন্য কিছু ভাবছেন সৌরভ। তবে তা পরিষ্কার করেননি। জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাতেও সাবেক ভারতীয় অধিনায়ক সেই সমর্থকদের সমর্থন চেয়েছেন, ‘আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যা অনেক মানুষের উপকারে আসবে। আশা করি জীবনের নতুন অধ্যায়ে আপনাদের সমর্থন পাব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
৩২ মিনিট আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৫ ঘণ্টা আগে