Ajker Patrika

ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে সৌরভের সঙ্গে কথা বলতে চান রমিজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩: ৫৪
Thumbnail image

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। ভারত আগেই জানিয়ে দিয়েছে, সরকার অনুমতি না দিলে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন সম্ভব নয়। এদিকে রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে যেকোনো মূল্যে খেলতে আগ্রহী।

দ্বিপক্ষীয় সিরিজ না হোক, চার দেশ নিয়ে সিরিজ আয়োজনের কথা ভাবছেন রমিজ। আর সেটা নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে চান পিসিবির চেয়ারম্যান। 

রমিজ় জানিয়েছেন, ১৯ মার্চ, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে তিনি চার দেশ নিয়ে টুর্নামেন্টে আয়োজনের  ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন সৌরভের সঙ্গে। গতকাল তিনি  বলেছেন, ‘দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে আমার সঙ্গে সৌরভের দেখা হবে। ওখানেই আমি ওর সঙ্গে এই  টুর্নামেন্ট  নিয়ে কথা বলব। আমরা দুজনই সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক। আমাদের জন্য ক্রিকেট কখনোই রাজনীতি নয়।’

রমিজ মনে করেন, ক্রিকেট ভক্তদের ভারত-পাকিস্তান দ্বৈরথ থেকে দূরে সরিয়ে রাখা ঠিক হবে না। তিনি জানিয়েছেন, ভারত যদি শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তারা ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতেও আগ্রহী, ‘ভারত আমাদের প্রস্তাবে সায় না দিলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলতে তৈরি, যে প্রতিযোগিতা হবে পাকিস্তানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত