Ajker Patrika

পরিস্থিতির কারণে ৭ মাসে ৭ অধিনায়ক, বলেছেন সৌরভ

পরিস্থিতির কারণে ৭ মাসে ৭ অধিনায়ক, বলেছেন সৌরভ

অধিনায়ক পরিবর্তনে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় ক্রিকেট দল। গত ৭ মাসে ৭ বার অধিনায়ক পরিবর্তন করেছে তারা। তবে পরিস্থিতির কারণে বারবার অধিনায়ক পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। 

গতকাল নিজের ৫০ তম জন্মদিন পালন করেছেন সৌরভ। জন্মদিনে ক্রিকেট দুনিয়া শুভেচ্ছায় ভাসিয়েছে ‘প্রিন্স অব কলকাতা’কে। এর মাঝে টাইমস অব ইন্ডিয়াকে জন্মদিন উপলক্ষে একান্ত সাক্ষাৎকারও দিয়েছেন সৌরভ। সেখানে বারবার অধিনায়ক পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

কেন এতবার অধিনায়ক পরিবর্তন জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘আমি একমত যে, এত স্বল্প সময়ে এতবার অধিনায়ক পরিবর্তন মোটেই আদর্শ কিছু নয়। তবে এটা হয়েছে এড়ানো যায় না এমন পরিস্থিতির কারণে। যেমন, রোহিত দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে সফরে যাওয়ার আগে সে চোটে পড়ল। এরপর লোকেশ রাহুলকে আমরা ওয়ানডে সিরিজের জন্য নির্বাচন করলাম। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের এক দিন আগে সেও চোটে পড়ে।’ 

সৌরভ আরও যোগ করে বলেছেন, ‘ইংল্যান্ডে রোহিত যখন প্রস্তুতি ম্যাচ খেলছিল তখন তার করোনা ছিল। এটা কারও দোষ না। আর সূচি এমন যে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া প্রয়োজন। এ ছাড়া চোটের ব্যাপারও আছে। নতুন কোচের অবস্থাটা আমরা বুঝতে পারি, তবে পরিস্থিতির কারণেই আমাদের নতুন কাউকে অধিনায়ক করতে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত