Ajker Patrika

করোনা আক্রান্ত হলেন সৌরভ পরিবারের আরও ৪ সদস্য 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮: ০৯
করোনা আক্রান্ত হলেন সৌরভ পরিবারের আরও ৪ সদস্য 

সৌরভ গাঙ্গুলীর করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। নতুন খবর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ও ভারতের সাবেক অধিনায়কের মেয়েসহ পরিবারের আরও চার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সৌরভের মেয়ে সানা গাঙ্গুলী ছাড়া করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের ছোট চাচা সিএবি কোষাধ্যক্ষ দেবাশীষ, চাচাত ভাই শুভ্রদ্বীপ গাঙ্গুলী ও ভাইয়ের বউ জুঁই গাঙ্গুলী। সৌরভ পরিবারের সদস্যদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত সকলেরই মৃদু উপসর্গ আছে বলে জানা গেছে। 

কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। এরপর সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়। পরামর্শ নেওয়া হয়েছিল চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের কাছ থেকেও। তবে কোনো জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন সৌরভ। 

এর আগে হাসপাতালে থাকা অবস্থাতেই ভারতের জয় নিয়ে টুইট করেন সৌরভ। তিনি লিখেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়া। এই ফলে একেবারেই বিস্মিত নয়। সিরিজে এই দলকে হারানো খুবই কঠিন হবে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে। নতুন বছর উপভোগ্য হোক।’  

তবে বাড়িতে নতুন করে করোনার সংক্রমণ সৌরভের নতুন বছরকে আরও জটিল করে তুলল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত