ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ২০০৫ সালে গ্রেগ চ্যাপেলের সময়ে অধিনায়কত্ব হারানো নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন সৌরভ গাঙ্গুলী। ১৬ বছর পর ভারতীয় ক্রিকেটের মসনদে বসেছেন সৌরভ। অধিনায়কত্বের বিতর্কে এবার সৌরভের ‘প্রতিপক্ষ’ সদ্য ভারতের ওয়ানডে অধিনায়কত্ব হারানো বিরাট কোহলি।
বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বড় তারকা কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জানিয়েছিলেন বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছাড়বেন তিনি। বিশ্বকাপের পর ভারতীয় বোর্ড টি-টোয়েন্টির দায়িত্ব তাই তুলে দেন রোহিত শর্মার কাঁধে। কোহলি আকস্মিকভাবে ওয়ানডে অধিনায়কত্বও হারিয়েছেন। গুঞ্জন আছে, ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে কোহলিকে।
এই বিতর্কের উত্তরে সৌরভ জানিয়েছিলেন, বিসিসিআই কোহলিকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু কোহলি এটার সঙ্গে একমত হননি। তখন নির্বাচকদের যুক্তি ছিল, সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়কের দরকার নেই। এর তিন দিন পর সৌরভ আবারও সংবাদমাধ্যমে বলেন, ‘কোহলির সঙ্গে অবশ্যই কথা হয়েছে।’
বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন কোহলি। সৌরভের কথা উড়িয়ে দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে জানিয়েছিলাম সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব ছাড়তে চাই। তারা বলেছিল, এটা খুবই ইতিবাচক পদক্ষেপ।’
গত কয়েক দিনে সৌরভ আর কোহলির কথা যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। সংবাদ সম্মেলনে বোর্ডের বিপক্ষে বলা কোহলির মন্তব্য ভালোভাবে নেননি সুনীল গাভাস্কার, কপিল দেবদের মতো কিংবদন্তিরা। তাঁরা বরং সৌরভের বোর্ডের পক্ষে।
ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ২০০৫ সালে গ্রেগ চ্যাপেলের সময়ে অধিনায়কত্ব হারানো নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন সৌরভ গাঙ্গুলী। ১৬ বছর পর ভারতীয় ক্রিকেটের মসনদে বসেছেন সৌরভ। অধিনায়কত্বের বিতর্কে এবার সৌরভের ‘প্রতিপক্ষ’ সদ্য ভারতের ওয়ানডে অধিনায়কত্ব হারানো বিরাট কোহলি।
বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বড় তারকা কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জানিয়েছিলেন বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছাড়বেন তিনি। বিশ্বকাপের পর ভারতীয় বোর্ড টি-টোয়েন্টির দায়িত্ব তাই তুলে দেন রোহিত শর্মার কাঁধে। কোহলি আকস্মিকভাবে ওয়ানডে অধিনায়কত্বও হারিয়েছেন। গুঞ্জন আছে, ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে কোহলিকে।
এই বিতর্কের উত্তরে সৌরভ জানিয়েছিলেন, বিসিসিআই কোহলিকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু কোহলি এটার সঙ্গে একমত হননি। তখন নির্বাচকদের যুক্তি ছিল, সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়কের দরকার নেই। এর তিন দিন পর সৌরভ আবারও সংবাদমাধ্যমে বলেন, ‘কোহলির সঙ্গে অবশ্যই কথা হয়েছে।’
বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন কোহলি। সৌরভের কথা উড়িয়ে দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে জানিয়েছিলাম সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব ছাড়তে চাই। তারা বলেছিল, এটা খুবই ইতিবাচক পদক্ষেপ।’
গত কয়েক দিনে সৌরভ আর কোহলির কথা যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। সংবাদ সম্মেলনে বোর্ডের বিপক্ষে বলা কোহলির মন্তব্য ভালোভাবে নেননি সুনীল গাভাস্কার, কপিল দেবদের মতো কিংবদন্তিরা। তাঁরা বরং সৌরভের বোর্ডের পক্ষে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪