বড়পর্দায় কাকে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির চরিত্রে তা নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। এমনকি এই বছর দাদাগিরির মঞ্চেও সৌরভকে প্রশ্ন করে বসেন প্রতিযোগী, কাকে দেখা যাবে দাদার চরিত্রে। যদিও মজার ছলে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সৌরভ। প্রথম থেকেই সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন যে, তিনি চান তাঁর বায়োপিকে অভিনয় করুন রণবীর কাপুর। সেইমতো প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস রণবীর কাপুরের কাছে প্রস্তাবও রাখে। এখন শোনা যাচ্ছে শুটিংয়ের ডেটের কারণে সেই ছবিতে অভিনয় করতে পারছেন না তিনি।
এই তালিকায় আরেক নাম হৃত্বিক রোশান। যদিও সেই নিয়ে কথা বলতে শোনা যায়নি সৌরভ বা প্রযোজক লাভ রঞ্জনকে। মাঝে শোনা গিয়েছিল সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবার বলিউডে নয়া গুঞ্জন। পরিচালক আর বাল্কি শুরু করেছেন তাঁর নতুন ছবির প্রি প্রোডাকশনের কাজ। তাঁর ছবির মুখ্য চরিত্র এক বাঁ হাতি ব্যাটসম্যান। সেই চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করেই। এখান থেকেই শুরু হয়েছে এই নতুন গুঞ্জন। সৌরভ গাঙ্গুলিও বাঁহাতি ব্যাটসম্যান তাহলে কি সৌরভের বায়োপিক নিয়েই কাজ করছেন পরিচালক আর বাল্কি। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন। আর বাল্কি পরিচালিত সেই ছবিতে অভিনয় করছেন একাধিক ক্রিকেটারও।
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের ‘দাদা’। সৌরভের বাস্তব জীবনের গল্প আক্ষরিক অর্থেই সিনেমার মতো, প্রতিপদে রয়েছে মোড়। এবার সেই গল্পই পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। গত ৭ সেপ্টেম্বর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এখন দেখার অপেক্ষা, ফাইনাল বড়পর্দায় কাকে দেখা যায় সৌরভের চরিত্রে।
বড়পর্দায় কাকে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির চরিত্রে তা নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। এমনকি এই বছর দাদাগিরির মঞ্চেও সৌরভকে প্রশ্ন করে বসেন প্রতিযোগী, কাকে দেখা যাবে দাদার চরিত্রে। যদিও মজার ছলে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সৌরভ। প্রথম থেকেই সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন যে, তিনি চান তাঁর বায়োপিকে অভিনয় করুন রণবীর কাপুর। সেইমতো প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস রণবীর কাপুরের কাছে প্রস্তাবও রাখে। এখন শোনা যাচ্ছে শুটিংয়ের ডেটের কারণে সেই ছবিতে অভিনয় করতে পারছেন না তিনি।
এই তালিকায় আরেক নাম হৃত্বিক রোশান। যদিও সেই নিয়ে কথা বলতে শোনা যায়নি সৌরভ বা প্রযোজক লাভ রঞ্জনকে। মাঝে শোনা গিয়েছিল সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবার বলিউডে নয়া গুঞ্জন। পরিচালক আর বাল্কি শুরু করেছেন তাঁর নতুন ছবির প্রি প্রোডাকশনের কাজ। তাঁর ছবির মুখ্য চরিত্র এক বাঁ হাতি ব্যাটসম্যান। সেই চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করেই। এখান থেকেই শুরু হয়েছে এই নতুন গুঞ্জন। সৌরভ গাঙ্গুলিও বাঁহাতি ব্যাটসম্যান তাহলে কি সৌরভের বায়োপিক নিয়েই কাজ করছেন পরিচালক আর বাল্কি। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন। আর বাল্কি পরিচালিত সেই ছবিতে অভিনয় করছেন একাধিক ক্রিকেটারও।
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের ‘দাদা’। সৌরভের বাস্তব জীবনের গল্প আক্ষরিক অর্থেই সিনেমার মতো, প্রতিপদে রয়েছে মোড়। এবার সেই গল্পই পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। গত ৭ সেপ্টেম্বর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এখন দেখার অপেক্ষা, ফাইনাল বড়পর্দায় কাকে দেখা যায় সৌরভের চরিত্রে।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে