Ajker Patrika

কোহলি ইস্যুতে সৌরভকে এক হাত নিলেন শাস্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৪
কোহলি ইস্যুতে সৌরভকে এক হাত নিলেন শাস্ত্রী

ভারতীয় ক্রিকেটে কিছুদিন আগেও ছিল শাস্ত্রী-কোহলির রাজ। কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির সমন্বয় ছিল চোখে পড়ার মতো। এমনকি শাস্ত্রীর ভারতীয় দলের কোচ হওয়ার পেছনেও বড় ভূমিকা ছিল কোহলির। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ভারতীয় দলের শাস্ত্রী অধ্যায়। এর মধ্যে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কোহলিও। 

তবে নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডে অধিনায়কত্বও হারাতে হয়েছে কোহলিকে, যা নিয়ে শুরু হয়েছে সৌরভ-কোহলি দ্বন্দ্ব। এই ইস্যু বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী যেভাবে সামলেছেন, তা পছন্দ হয়নি শাস্ত্রীর। বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত বলে মনে করছেন সাবেক এই কোচ। বোর্ডের আচরণের সমালোচনা করলেও শাস্ত্রী অবশ্য সাদা বলে একজন অধিনায়ক থাকার পক্ষেই মত দিয়েছেন। 

কোহলিকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে যেভাবে সরানো হয়েছে, তা পছন্দ হয়নি শাস্ত্রীর। তাঁর মতে, বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। কোহলির সাবেক এই গুরু বলেন, ‘এই সিস্টেমের সঙ্গে আমি অনেক বছর ধরে জড়িত। সাত বছর ধরে আমি এই দলের অংশ। আর সুন্দর যোগাযোগের মধ্যে বিষয়টি ভালোভাবে সামলানো যেত। এটাকে এভাবে জনসম্মুখে আনাই ভুল হয়েছে।’ 

কে সত্যি বলছেন আর কে মিথ্যা, সেই বিতর্কে না গিয়ে আরও স্বচ্ছতা থাকা উচিত ছিল বলে মনে করেন শাস্ত্রী, ‘কোহলি তার কথাগুলো বলেছে। এবার বোর্ড সভাপতির উচিত নিজের কথা স্পষ্টভাবে বলা। প্রশ্ন এটা না যে, কে সত্যি বলছে। প্রশ্ন হচ্ছে, সত্যিটা আসলে কী! আপনি সত্যিটা জানতে চান, আর সেটি সামনে আসবে যোগাযোগ ও আলাপের মধ্য দিয়ে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত