ক্রীড়া ডেস্ক
আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমি থেকে। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে চেলসি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে ২০ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্টও করেন এই উইঙ্গার। গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক হয় তাঁর। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে বদলি হিসেবে নেমে গোল করেন পিএসভির বিপক্ষে।
ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তির পর ফারহান বলেন, ‘এ অনুভূতি সত্যিই বলে বোঝাতে পারব না। ফুটবল খেলার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি। আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে।’
ফারহান আরও বলেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। এর পর থেকে যাত্রাটি ছিল রোলারকোস্টারের মতো। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে। এ জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তারা। সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’
ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বাংলাদেশের মাটিতে ফারহানের পা পড়বে কি না, তা সময় বলে দেবে।
আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমি থেকে। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে চেলসি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে ২০ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্টও করেন এই উইঙ্গার। গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক হয় তাঁর। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে বদলি হিসেবে নেমে গোল করেন পিএসভির বিপক্ষে।
ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তির পর ফারহান বলেন, ‘এ অনুভূতি সত্যিই বলে বোঝাতে পারব না। ফুটবল খেলার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি। আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে।’
ফারহান আরও বলেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। এর পর থেকে যাত্রাটি ছিল রোলারকোস্টারের মতো। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে। এ জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তারা। সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’
ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বাংলাদেশের মাটিতে ফারহানের পা পড়বে কি না, তা সময় বলে দেবে।
ওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২৮ মিনিট আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
১ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১৫ ঘণ্টা আগে